বিজেপির বিরুদ্ধে এবারের ভোটেও বিরোধীরা অভিযোগ করছে, সন্ত্রাসবাদকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ''সংকট মোচন মামলা সহ এসপি, বিএসপির সময়ে এ রকম একটি মামলার কথা বলুন, যেখানে পোটা এবং ইউএপিএ প্রত্যাহার করা হয়েছিল। এসপি, বিএসপিকে উত্তর দিতে হবে তারা জাতির নিরাপত্তা নিয়ে কী ভাবে? যাদের বিরুদ্ধে পোটা ও ইউএপিএ-র অভিযোগ, আপনারা ভোটব্যাঙ্কের কারণে তাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু এই অপরাধের শিকাররা ভোটব্যাঙ্ক নয়?''
advertisement
আরও পড়ুন: বড় খবর! নাম বাদ মুকুল-শোভন-সব্যসাচীর! কোথা থেকে, কেন বাদ গেল ত্রয়ীর নাম?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সংযোজন, ''এসপি, বিএসপি সন্ত্রাসের ক্ষেত্রেও তুষ্টিতে লিপ্ত হয়। মেরুকরণ যদি ঘটছে, দরিদ্র মেরুকরণ অনুভব করছে কৃষক মেরুকরণ অনুভব করছে। ভোটের প্যাটার্নকে মেরুকরণ বলবেন না। জাতি, সম্প্রদায়, ধর্ম নির্বিশেষে যারা সুবিধা পাওয়ার যোগ্য ছিল তাদের সুবিধা দেওয়া হয়েছে। ১ কোটি ৬৭ লাখ মা'কে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। ইউপির ১৫ কোটি গরীবকে বিনামূল্যে শস্য দেওয়া হয়েছে। ৪২ লাখের বেশি বাড়ি দেওয়া হয়েছে এবং ২০২৪ সালের মধ্যে আমরা সবাইকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।''
আরও পড়ুন: রাজ্য সভাপতি পদত্যাগ করুন, এবার সরব বিজেপির মন্ত্রী সহ একাধিক নেতা
কেন বিজেপি এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশে? অমিত শাহের দাবি, ''প্রধানমন্ত্রী যে সমস্ত পরিকল্পনা তৈরি করেছিলেন, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দরিদ্রদের কাছে তা পৌঁছে দিয়েছেন। বিজেপি এবং যোগী সরকারের সবচেয়ে বড় অর্জন হল, রাজনীতির অপরাধীকরণ এবং প্রশাসনের রাজনীতিকরণ যে প্রথা, তা যোগী আদিত্যনাথের আমলে পরিবর্তন হয়েছে।'' উত্তরপ্রদেশ নির্বাচনের সূত্রেই ফের একবার উঠে এসেছে বালাকোট এয়ারস্ট্রাইক প্রসঙ্গও। অমিত শাহ বলেন, ''দেশের ইতিহাস জানেন না রাহুল গান্ধি, কী হয়েছিল ১০৬২ সালে? ভারত ইউআরআই এবং বালাকোটে তার অবস্থান তুলে ধরেছে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি সমস্ত প্রটোকল ভেঙে চিনা জনগণের সঙ্গে কী কথা বলছেন!''