Tripura Bjp: রাজ্য সভাপতি পদত্যাগ করুন, এবার সরব বিজেপির মন্ত্রী সহ একাধিক নেতা

Last Updated:

Tripura Bjp: বছরের শুরুতেই ত্রিপুরায় এসে একাধিক প্রকল্প ঘোষণা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার মধ্যেই দুই বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ ও আশিষ সাহা দল ছেড়েছেন। যোগ দিয়েছেন কংগ্রেসে।

কোন্দলে জেরবার বিজেপি
কোন্দলে জেরবার বিজেপি
#আগরতলা: বিজেপির রাজ্য সভাপতির পদত্যাগ চেয়ে সরব হলেন ত্রিপুরা বিজেপির একাংশ। রাজ্যের এক মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি সহ প্রায় ১৫ জন বিজেপি নেতা পদত্যাগ দাবি করেছেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি ডাঃ মাণিক সাহার। আগামী বছর উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে নির্বাচন। তার জন্যে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। বছরের শুরুতেই ত্রিপুরায় এসে একাধিক প্রকল্প ঘোষণা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার মধ্যেই দুই বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ ও আশিষ সাহা দল ছেড়েছেন। যোগ দিয়েছেন কংগ্রেসে।
এই অবস্থায় রাজ্য সভাপতির পদত্যাগ চাইছেন দলের মন্ত্রী সহ নেতারা তা নিয়ে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে বিজেপিকে। গোটা ঘটনায় সুদীপ-আশিষের ইন্ধন আছে বলে অভিযোগ করছেন ত্রিপুরা রাজ্য বিজেপির একাংশ। বিজেপি নেতাদের তরফে যে তিন পাতার চিঠি দেওয়া হয়েছে তার মূল বিষয় হল, মাণিক সাহা দলের রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য বিজেপির সংগঠনের দশা বেহাল হয়েছে।
advertisement
advertisement
স্বশাসিত জেলা পরিষদের ভোটে হেরেছে বিজেপি। সেই স্থান দখল করেছে তিপ্রামোথা। দুই বিধায়ক দল ছেড়ে চলে গিয়েছেন। ফলে নেতারা আশঙ্কা প্রকাশ করছেন, আগামী বিধানসভা নির্বাচনে মাণিক সাহাই দলের সভাপতি থাকলে ভোটের লড়াই তাদের জন্যে বেশ কঠিনই হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসলে এর মাধ্যমে মুখ্যমন্ত্রী  বিপ্লব দেবের বিরুদ্ধেই সরব হচ্ছে দলের একাংশ৷
advertisement
কারণ বিজেপি রাজ্য সভাপতি মাণিক সাহা, বিপ্লব দেব ঘনিষ্ঠ বলেই পরিচিত। যারা চিঠি দিয়েছেন তারা বলছেন, সংগঠনের কাজ চালানোর মতো পূর্ব অভিজ্ঞতা নেই মাণিক সাহার। তিনি ২০১৬ সালে দলে যোগ দেন। তার পরেই কয়েক বছরের মধ্যে তাকে দলের রাজ্য সভাপতি বদে বসিয়ে দেওয়া হয়। সংগঠনে ১০ বছর কাজ না করার আগেই তাকে রাজ্যের সভাপতি করে দেওয়া হল। আসলে মাণিক সাহার মাধ্যমে, বিপ্লব দেব দলের রাশ ধরে রাখছেন বলে তারা মনে করছেন। তাই এই চিঠি আসলে পরোক্ষ ভাবে বিপ্লব দেবের উদ্দেশ্যেই বলে মত একাংশের। তবে গোটা চ্যাপ্টারকেই ''জঘন্য কাজ" বলেই উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Bjp: রাজ্য সভাপতি পদত্যাগ করুন, এবার সরব বিজেপির মন্ত্রী সহ একাধিক নেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement