TRENDING:

আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ, বড় ঘোষণা রিলায়েন্স ফাউন্ডেশনের

Last Updated:

২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে এই স্কলারশিপের আবেদন করা যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ধীরুভাই আম্বানির ৯০ তম জন্মদিনে বড় ঘোষণা করল রিলায়েন্স ফাউন্ডেশন৷ সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল, দেশের সর্বত্র যুবসম্প্রদায়ের উন্নতিতে কাজ করে চলবে সংগঠন৷ সেই কর্মসূচির অংশ হিসাবেই আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে এই স্কলারশিপ৷
advertisement

সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে৷ এই খাতে প্রতি পড়ুয়াকে বার্ষিক ২ লক্ষ টাকা দেওয়া হবে৷ এ ছাড়া মোট ১০০ স্নাতকোত্তর পড়ুয়াকেও এই স্কলারশিপ দেওয়া হবে, এই স্কলারশিপের পরিমাণ বার্ষিক ছ’লক্ষ টাকা৷ ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে এই স্কলারশিপের আবেদন করা যাবে৷

advertisement

রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার-চেয়ারম্যান নীতা আম্বানি বলেছেন, ‘‘আমার শ্বশুরমশাই শ্রী ধীরুভাই আম্বানি দেশের যুব সম্প্রদায়ের শক্তির উপর আজীবন ভরসা রেখেছেন৷ রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকে আমরা স্কলারশিপ পৌঁছে দিতে পারব৷ আগামী ১০ বছর ধরে এই কর্মকাণ্ড চলবে৷ আমি ও মুকেশ বিশ্বাস করি, সঠিক সাহায্যের মাধ্যমে দেশের এই প্রজন্ম জ্ঞান, আবিষ্কার ও নেতৃত্বে এক উজ্জ্বল অধ্যায় রচনা করবে৷’’

advertisement

আরও পড়ুন - কলকাতায় গরম, কিন্তু লেপচাখাতেই মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস! রইল সাদায় মোড়া বাংলার ছবি

আরও পড়ুন - ঘরের দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, পাড়ার প্রিয় লটারি বিক্রেতার বীভৎস পরিণতি!

ভারতের মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় ৬০০ মিলিয়ন মানুষের বয়স ২৫ বছরের নীচে৷ তাই উচ্চশিক্ষার নাগাল দেশের যুব সম্প্রদাযের কাছে পৌঁছে দিতে রিলায়েন্স ফাউন্ডেশন বধ্যপরিকর৷ এই বছরই তাঁর অঙ্গ হিসাবে দেশের ৫ হাজার প্রতিভাবান পড়ুয়াকে অর্থ সাহায্য করবে ফাউন্ডেশন৷ কোনওরকম অর্থনৈতিক সমস্যা ছাড়া যাতে তাঁরা পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্যই এই সাহায্য৷ এই সাহায্যে আসলে পড়ুয়াদের স্বপ্ন সত্যি করা ও সফল পেশাদারি জীবনের দিকে একধাপ এগিয়ে যাওয়ায় সাহায্য করা৷ ভারতের আর্থ-সামাজিক কাঠামোয় যাতে পড়ুয়ারা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, তার জন্য এই কর্মসূচি নিঃসন্দেহে সাহায্য করবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই স্কলারশিপের পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতক স্কলারশিপ সুযোগ দেবে একটি বহুধাবিচিত্র প্রাক্তনীদের সঙ্গে আদানপ্রদানের৷ যে সমস্ত পড়ুয়াদের বাড়ির লোকের বার্ষিক উপার্জন ১৫ লক্ষ টাকার নীচে, যাঁরা এই বছরই প্রথম বর্ষের পড়াশোনা শুরু করেছেন, যে কোনও বিষয়ের পড়ুয়ারাই এই স্কলারশিপে অংশ নিতে পারবেন৷ এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণকেও প্রাধান্য দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ, বড় ঘোষণা রিলায়েন্স ফাউন্ডেশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল