TRENDING:

মেড ইন মান্দাসৌর বিদায় দেবে মেড ইন চায়না, মধ্যপ্রদেশে দাবি রাহুলের

Last Updated:

মধ্যপ্রদেশের মন্দাসৌরে কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার এক বছর হয়ে গেলেও ঘটনার সেই ভয়াবহতা মানুষের মন থেকে এখনও যায়নি ৷ আজ কৃষকদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পৌঁছেছেন মধ্যপ্রদেশে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: মধ্যপ্রদেশের মন্দাসৌরে কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার এক বছর হয়ে গেলেও ঘটনার সেই ভয়াবহতা মানুষের মন থেকে এখনও যায়নি ৷ আজ কৃষকদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পৌঁছেছেন মধ্যপ্রদেশে ৷
advertisement

এদিন তীব্র ভাবে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ৷ নরেন্দ্র মোদি নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনওটাই রক্ষা করতে পারেননি ৷ বিজেপির রাজত্বে পুলিশের গুলিতে ৬ জন কৃষকের মৃত্যুরও তীব্র নিন্দা করেছেন তিনি ৷

কংগ্রেস সভাপতি মান্দাসৌরের এক সভায় জানিয়েছে যদি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসে তবে ১০ দিনের মধ্যে কৃষিঋণ মুকুব করে দেবে ৷ তাঁর প্রতিশ্রুতি মধ্যপ্রদেশে মেড ইন মন্দাসৌর এক নতুন অধ্যায়ের সূচনা করবে ৷ তিনি নতুন ভাবে ছেলে সাজাবেন মান্দাসৌরকে ৷ এই মেড ইন মান্দসৌরের ফলেই বিদায় দেবে প্রধানমন্ত্রীর মেড ইন চায়না ৷

advertisement

রাহুল একযোগে শিবরাজ সিং চৌহান ও নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেছেন ৷ সোচ্চার হয়েছেন মধ্যপ্রদেশ সরকারের ব্যাপম দুর্নীতির বিরুদ্ধেও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে মুকুব করা হবে কৃষিঋণ, মন্তব্য রাহুলের

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মেড ইন মান্দাসৌর বিদায় দেবে মেড ইন চায়না, মধ্যপ্রদেশে দাবি রাহুলের