TRENDING:

Union Budget 2024: বাজেটে বড় ঘোষণা নির্মলার! ক্যানসারের চিকিৎসার খরচ এবার অনেকটাই কমবে

Last Updated:

মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  মারণরোগ ক্যানসার থাবা বসালে সর্বস্বান্ত হয়ে যান সাধারণ মানুষ। এই রোগের চিকিৎসার খরচ যেমন বিপুল, ওষুধের দামও আকাশছোঁয়া। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেটে সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ক্যানসারের তিনটি ওষুধের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হল। এতে আগামী দিনে ক্যানসারের চিকিৎসার খরচ অনেকটাই কমবে, যা সাধারণ মানুষের পক্ষে স্বস্তিদায়ক।
বাজেটে কাবু মারণরোগ! ক্যানসারের চিকিৎসার খরচ এবার অনেকটাই কমবে
বাজেটে কাবু মারণরোগ! ক্যানসারের চিকিৎসার খরচ এবার অনেকটাই কমবে
advertisement

ক্যানসারের চিকিৎসার অধিকাংশ ওষুধ বিদেশ থেকেই আমদানি করতে হয়। সেগুলির শুল্ক অতিরিক্ত। নতুন বাজেটে এই খরচ কম হওয়ায় ক্যানসারের চিকিৎসার ধকল কমবে বলেই আশা করা যায়।

ওষুধের পাশাপাশি দাম কমল মোবাইল, চার্জার সহ বৈদ্যুতিন সামগ্রীরও।  কারণ আমদানি শুল্ক ছাড়ের সিদ্ধান্ত তাতেও। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় উপকৃত হয়েছেন ৮০ কোটি মানুষ ৷

advertisement

মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামো৷ বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷ মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন।

advertisement

বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চন্দ্রবাবুর রাজ্য অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে।

advertisement

আরও পড়ুন- নীতীশের বিহারের জন্য বাজেটে দরাজহস্ত নির্মলা, একের পর এক ঘোষণা! 

সেরা ভিডিও

আরও দেখুন
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার খেলা! মহৎ লক্ষ্যে পুলিশ, জমাটি ফুটবল প্রতিযোগিতা জঙ্গলমহলে
আরও দেখুন

স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করলেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2024: বাজেটে বড় ঘোষণা নির্মলার! ক্যানসারের চিকিৎসার খরচ এবার অনেকটাই কমবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল