আরও পড়ুন : অটলজির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও দিনে দিনে বাজপেয়ীর অনুরাগী হয়েছেন তিনি
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার জানিয়েছেন উত্তরপ্রদেসের সঙ্গে বাজপেয়ীর এক আলাদা আন্তরিক সম্পর্ক আছে ৷ তিনি বহুবারই উত্তরপ্রদেশ থেকেই নির্বাচিত হয়েছেন ৷ তাই উত্তরপ্রদেশের সঙ্গে তাঁর একাত্মতাকে সম্মান করতেই হরিদ্বারে তাঁর অস্থি বিসর্জন করা হবে ৷ তিনি আরও যোগ করেছেন সঠিক অর্থের অটলজি জনপ্রিয় জননেতা ছিলেন ৷
advertisement
আরও পড়ুন : সির্ফ খেল হি নেহি, দিল ভি জিতকে আনা, সৌরভকে এই মন্ত্রই কানে দিয়েছিলেন বাজপেয়ী
দীর্ঘশ্বাস ফেলেই যোগী আদিত্যনাথ জানিয়েছেন অদম্য প্রয়াস, কখনও হার না মানার প্রবণতা তাঁকে অনন্য করেছে সবার থেকে ৷ গত ১১ জুন থেকে একাধিক শারীরিক জটিলতা নিয়ে দিল্লি এইমসে ভর্তি ছিলেন ভারতরত্ন অটলজি ৷ বহুদিন ধরে অসুখের বিরুদ্ধে লড়েছিলেন তিনি কিন্তু গত বৃহস্পতিবার না হার মানা মানুষও হার মেনেছে মৃত্যুর কাছে ৷ বিলীন হয়েছেন পঞ্চভূতে ৷