TRENDING:

IIT Kharagpur: একের পর এক পড়ুয়া মৃত্যু আইআইটি খড়্গপুর, সারদা বিশ্ববিদ্যালয়ে! ' সামথিং ইজ রং...', নোটিস জারি করল সুপ্রিম কোর্ট

Last Updated:

IIT Kharagpur: একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা। আআইটি খড়্গপুর এবং সারদা বিশ্ববিদ্যালয়কে জারি করল সর্বোচ্চ আদালত। বিচারপতি পার্দিওয়ালার বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এই নোটিস জারি করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা। আআইটি খড়্গপুর এবং সারদা বিশ্ববিদ্যালয়কে জারি করল সর্বোচ্চ আদালত। বিচারপতি পার্দিওয়ালার বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এই নোটিস জারি করে। উদ্বিগ্ন বিচারপতিদের মন্তব‍্য “something is wrong”। পুলিশকে দ্রুত খবর দেওয়া হয়েছিল কিনা সেটা জানতে চেয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিস জারি সর্বোচ্চ আদালতের।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ রাতের খাওয়ার পরে ওষুধ খায়, তারপরই আচমকা মৃত্যু IIT খড়্গপুরের পড়ুয়ার! ৭ মাসে ৫ পড়ুয়ার পর পর মৃত্যুতে ঘনাচ্ছে রহস‍্য

সোমবার, রাতের খাবারের পর চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার। ওষুধ শ্বাসনালীতে আটকে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে। মৃত পড়ুয়ার নাম চন্দ্রদীপ পাওয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মধ্যপ্রদেশে। সোমবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আইআইটি খড়্গপুরের নেহেরু হলে (ডি-৪০৮ রুমে) ওই পড়ুয়া থাকতেন। এদিন রাতের খাবার খাওয়ার পর জ্বর-সর্দির ওষুধ খাওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর-ও দেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি! গত শুক্রবার (১৮ জুলাই)-ও আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মাত্র চার দিনের মধ্যেই ফের দুর্ঘটনায় শোকস্তব্ধ অইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই নিয়ে চলতি বছরের প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হল আইআইটি খড়্গপুর ক্যম্পাসে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
IIT Kharagpur: একের পর এক পড়ুয়া মৃত্যু আইআইটি খড়্গপুর, সারদা বিশ্ববিদ্যালয়ে! ' সামথিং ইজ রং...', নোটিস জারি করল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল