সোমবার, রাতের খাবারের পর চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার। ওষুধ শ্বাসনালীতে আটকে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে। মৃত পড়ুয়ার নাম চন্দ্রদীপ পাওয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মধ্যপ্রদেশে। সোমবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে।
advertisement
আইআইটি খড়্গপুরের নেহেরু হলে (ডি-৪০৮ রুমে) ওই পড়ুয়া থাকতেন। এদিন রাতের খাবার খাওয়ার পর জ্বর-সর্দির ওষুধ খাওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর-ও দেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি! গত শুক্রবার (১৮ জুলাই)-ও আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মাত্র চার দিনের মধ্যেই ফের দুর্ঘটনায় শোকস্তব্ধ অইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই নিয়ে চলতি বছরের প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হল আইআইটি খড়্গপুর ক্যম্পাসে।