এই তালিকা অনুযায়ী মাদ্রাজ ইউনিভার্সিটি ২৭৫ তম স্থানে, খড়গপুর আইআইটি ৩১৪ তম স্থানে, কানপুর বিশ্ববিদ্যালয় ৩৫০তম স্থানে, রুড়কি বিশ্ববিদ্যালয় ৩৮৩ তম স্থানে, গুয়াহাটি ৪৭০তম স্থান পেয়েছে ৷ তবে পৃথিবীর বাকি শীর্ষস্থানাধিকারী বিশ্ববিদ্যালয়গুলিতে যে মানের পড়াশুনো হয় ভারতে তার থেকে মান অনেকটাই পিছনে ৷
advertisement
QS এর মতে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি ক্রমতালিকায় আগের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ৷ বোম্বে নিজের আগের তালিকার অবস্থানের থেকে ২০ ধাপ নেমে গিয়েছে ৷ আইআইটি দিল্লির ১১ ধাপ অবনতি হয়েছে ৷
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এই সেরাদের তালিকায় সেরা হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি৷ আগের বারেও এটিই সেরা হয়েছিল, এবারেও তারাই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ৷ আমেরিকার সেরা তিনের বাকি দু’টি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি ৷
QS বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা বানানোর সময় যে যে বিষয়গুলির ওপর নজর দিয়েছিল সেগুলি হল -
১) প্রাতিষ্ঠানিক খ্যাতি
২) শিক্ষকদের খ্যাতি
৩)শিক্ষকদের সঙ্গে ছাত্রদের অনুপাত
৪)প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রভাব
৫)আন্তর্জাতিক পড়ুয়াদের সঙ্গে শিক্ষকের অনুপাত
৬)মোট পড়ুয়াতে আন্তর্জাতিক পড়ুয়ার অনুপাত