এর আগে উপত্যকায় প্রথম বরফঢাকা রেস্তরাঁও শুরু করেছিলেন তাঁরাই। বরফে ঢাকা পাহাড়ের মাঝে কাচের ইগলু রেস্তরাঁয় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। হোটেলের ম্যানেজার জানিয়েছেন পর্যটকদের গুলমার্গের দিকে আকৃষ্ট করার অনেক উপায় আগে গ্রহণ করা হয়েছে। এই ইগলু রেস্তরাঁও সেই তালিকায় নতুন সংযোজন।
আরও পড়ুন : রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, বাগানের গোলাপ ডালায় সাজিয়ে বাড়তি লাভের আশায় ফুলচাষিরা
advertisement
ইগলু রেস্তরাঁর ধারণা নেওয়া হয়েছে ফিনল্যান্ড থেকে। গুলমার্গে হোটেলের উঠোনে তৈরি করা হয়েছে তিনটি ইগলু। পর্যটকদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় ইগলু হোটেল। বিদেশ থেকে নির্মাণ সামগ্রী আমদানি করে তৈরি করা হয়েছে এই বরফের বাড়ি। ইগলুর অভ্যন্তরে তাপমাত্রা বাড়িয়ে রাখার বন্দোবস্ত করা হয়েছে।
ইগলু রেস্তরাঁ নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এর ফলে নতুন মাত্রা পাবে পর্যটন। এই রেস্তরাঁয় সময় কাটানোর অভিজ্ঞতা কেমন? এক পর্যটক জানিয়েছেন এখানে বসে কফিপানের অভিজ্ঞতা অনন্য এবং স্বর্গীয়।