২০১৪ সালে মোদি ঝড় শব্দবন্ধটি এমনি এমনি তৈরি হয়নি৷ আক্ষরিক অর্থেই সে বার ঝড় উঠেছিল দেশজুড়ে৷ এরপরের জার্নিটা বলে শব্দ খরচ না-করাই বুদ্ধিমানের৷ ভালো বা খারাপ বলছি না৷
কাট টু ২০১৮৷ ১১ ডিসেম্বরের আগের ভারতের মানচিত্রে বিজেপি বা গেরুয়া শিবিরের চিত্রটা রইল৷ দেখুন, কী ভাবে মাত্র ১ দিনে চিত্রটা বদলে গেল৷ গোবলয় এতদিন অনেকটাই দখলে ছিল বিজেপির৷ এর সঙ্গে গো-আবেগের সম্পর্ক রয়েছে কিনা, তা অবিশ্যি পাঠকদের বিচার্য৷ এমনকী মোহভঙ্গ হল কিনা, তাও চর্চার বিষয়৷ এ হেন গোবলয়ে বিজেপি-র চিত্রটা পাল্টাতে সময় নিল মাত্র ১ দিন৷ ভারতের মানচিত্রে গেরুয়া শিবিরের দখল কমতে সময় নিল ১ দিন৷ ভোট বড়ই বিষম বস্তু৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2018 4:48 PM IST