সম্প্রতি পিডিপি-র থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে বিজেপি ৷ যার জেরে জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুফতি ৷ এর পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে পিডিপির বিক্ষোভের সুর ক্রমশ জোরাল হচ্ছে ৷ এদিন জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি বলেন, ‘যদি দিল্লি পিডিপি-র অন্দরে কোন্দল বাধানোর চেষ্টা করে কিংবা পিডিপি-র কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে, তার ফল ভয়ানক হতে পারে ৷ ১৯৮৭ সালে সালাউদ্দিনের জন্ম হয়েছিল কাশ্মীরে ৷ এবার এমনই আরও অনেক জঙ্গির জন্ম হবে কাশ্মীরে ৷ শুধু তাই নয় ৷ ভারতের গণতন্ত্রের উপর থেকেও সমস্ত আস্থা যাবে কাশ্মীরবাসীর ৷’
advertisement
আরও পড়ুন: সিঙ্গাপুরে হোটেলের সুইমিং পুলে চার মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয় ডাক্তার
মুফতির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও ৷ তিনি টুইটে বলেন, ‘দিল্লিকে হুমকি দিচ্ছেন মুফতি ৷ কিন্তু মুফতি মুখ্যমন্ত্রী থাকাকালীনই উপত্যকায় আবার নতুন করে জঙ্গিহামলা বেড়েছে ৷ সেটি হয়তো তিনি ভুলে গিয়েছেন ৷’
উপত্যকায় পিডিপি-র সঙ্গে বিজেপির জোট ভাঙনের পর থেকেই পিপল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করছেন বিজেপি নেতারা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতির দাবি, পিডিপির নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে দেশের শাসক দল ৷ এই প্রসঙ্গ টেনেই এদিন কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুফতি ৷