TRENDING:

Farmers' Daughters Become IAF Officers: গল্প হলেও সত্যি! আকাশ ছোঁয়ার উড়ান দিল দুই কৃষক পরিবারের মেয়ে

Last Updated:

দুই কৃষক পরিবারের মেয়ের আকাশ ছোঁয়ার গল্প। কিন্তু গল্প হলেও সত্যি। পঞ্জাবের দুই তরুণী ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: দুই কৃষক পরিবারের মেয়ের আকাশ ছোঁয়ার গল্প। কিন্তু গল্প হলেও সত্যি। পঞ্জাবের দুই তরুণী ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন। শনিবার তাঁদের কমিশন করা হয় বায়ুসেনায়। অফিসার পদে নিযুক্ত এই দুই তরুণীর হলেন ইভরাজ কউর এবং প্রভসিমরন কউর। দুজনের বাবা-ই পেশায় কৃষক। দুজনেই ঘটনাচক্রে মোহালির মাই ভগো আর্মড ফোর্স ইনস্টিটিউট ফর গার্লসের প্রাক্তনী।
ইভরাজ কউর এবং প্রভসিমরন কউর
ইভরাজ কউর এবং প্রভসিমরন কউর
advertisement

ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন ইভরাজ কউর। তাঁর বাবার জসপ্রীত সিং পঞ্জাবের রূপনাগরের কৃষক। ইভরাজ বায়ুসেনার ফ্লাইং শাখার হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ দেবেন। অন্যদিকে ফ্লাইং অফিসার প্রভসিমরনের বাবা পরমজিৎ সিংও পঞ্জাবের গুরুদাসপুরের কৃষক। প্রভসিমরন বায়ুসেনার এডুকেশন শাখায় যোগ দেবেন। ইভরাজ এবং প্রভসিমরনের নিযোগের খবর আসতে খুশির জোয়ার পরিবারে। পাশাপাশি পঞ্জাবের কর্মসংস্থান মন্ত্রী অমন অরোরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ।

advertisement

আরও পড়ুন: সিকিমে আটকে পড়া পর্যটকদের ফেরানোর প্রক্রিয়া শুরু! উদ্ধার শতাধিক যাত্রী

তিনি জানান বায়ুসেনার অফিসার পদে নিযুক্ত দু’জনেই কৃষকের গর্বিত কন্যা তাঁরা। এই দুই তরুণীর সাফল্য, পঞ্জাবের অন্যান্য ছোট শহর এবং গ্রামের বহু তরুণ-তরুণীদের সামরিক বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করবে, পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়াবে। পাশাপাশি এই পদে থেকে মানুষের সেবা করারও সুযোগ পাবেন তরুণীরা।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখে স্থগিত শিক্ষকদের বদলি প্রক্রিয়া! জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতর

শনিবার ইভরাজকে ডুন্ডিগল এবং প্রভসিমরনকে হায়দরাবাদে বায়ুসেনার অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। পাশাপাশি পঞ্জাবের আরও চার তরুণ বায়ুসেনায় অফিসার পদে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রস্তুতির জন্য মাই ভাগো আর্মড ফোর্স ইনস্টিটিউটে একটি নয়া প্রকল্প শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Farmers' Daughters Become IAF Officers: গল্প হলেও সত্যি! আকাশ ছোঁয়ার উড়ান দিল দুই কৃষক পরিবারের মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল