আরও পড়ুন: চিন-রাশিয়াকে বলে বলে গোল! জাপানি প্রযুক্তি আর ISRO-র দম,এবার যা করে দেখাবে ভারত
তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৯৩ জন ব্যক্তিকে হিটস্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা! চালকের ভুলে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪
advertisement
এই প্রসঙ্গে চেন্নাই শহরের এক পুলিশ আধিকারিক জানান, এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান বাকি চার জনকে হাসপাতালে আনার পর মৃত বলে ঘোষণা করা হয়। ওই পাঁচজনই সমুদ্রের একদম ধার ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন যাতে ভাল করে আকাশের দৃশ্য দেখতে পান। কিন্তু প্রবল গরমে হিটস্ট্রোকের শিকার হন তাঁরা।
এই এয়ার শো কে ঘিরে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। ফলে ভিড়ও ভাল মাত্রায় হয়। যত সময় গড়ায় ভিড়ও বাড়তে থাকে মেরিনা বিচ এলাকায়। একটা সময় মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, অন্তত ২৩০ জন ব্যক্তি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
এক প্রত্যক্ষদর্শীর মতে, একটা সময় পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কারণ, অত্যধিক গরম আর প্রবল ভিড় ঠেলে সকলেই একটু নিরাপদ স্থানে যেতে চাইছিল।
মেরিনা বিচ এলাকার ট্রাফিক প্রায় স্তব্ধ হয়ে পড়ে। এলাকার যান চলাচল নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করতে তিন ঘণ্টা পেরিয়ে যায়।
