India's Moon Mission: চিন-রাশিয়াকে বলে বলে গোল! জাপানি প্রযুক্তি আর ISRO-র দম, এবার যা করে দেখাবে ভারত, পঞ্চম মিশনে তহলকা মাচাবে ভারত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India's Moon Mission: চাঁদে এবার ভারতের দাপাদাপি, এমন কাজ করবে যাতে একেবারে চোখে সর্ষেফুল দেখবে দুনিয়া
advertisement
এই যৌথ মিশনের সাহায্যে, ভারত এমন একটি লক্ষ্য অর্জনের দিকে পদক্ষেপ নেবে যার স্বপ্ন রাশিয়া এবং চিন দেখেছিল। আসলে ISRO এখন চাঁদে ভারতীয় পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। জাতীয় মহাকাশ কমিশন এখন চন্দ্রযান-৪-র পর ইসরোর পঞ্চম চন্দ্র অভিযানের অনুমোদন দিয়েছে। এই কমিশন মহাকাশ অভিযানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ সংস্থা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ISRO-র প্রধান সোমনাথ বলেছেন, ‘...অতএব, আমরা চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ের পর এটি নিয়ে কাজ শুরু করেছি। আমরা দেখতে পেয়েছি যে LUPEX মহাকাশযানের একটি সম্পূর্ণ পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে তিনি বলেছিলেন যে ISRO মহাকাশযানের পুনঃকাজ সম্পন্ন করেছে, যার জন্য একটি নতুন ল্যান্ডার ইঞ্জিনের বিকাশ প্রয়োজন।