TRENDING:

আমাকে টুকরো টুকরো করে দিলেও বিজেপিতে কখনই যাবনা, দলকে বার্তা এই কংগ্রেস বিধায়কের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন গুজরাতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে সেই রাজ্যের ও কেন্দ্রের শাসক শাসকদল বিজেপি ৷ একদিকে বিজেপির বিপুল জয় ও অন্যদিকে কংগ্রেস-সহ সমস্ত বিরোধীদলের ভরাডুবির কারণ বিশ্লেষণ চলছে ৷
advertisement

বিজেপির বিপুল ফলে বিরোধীদলের নেতাদের দলবদলের হিড়িক শুরু হয়েছে ৷ এরই মাঝে গুজরাতে কংগ্রেস ছেড়ে প্রায় ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার তোড়জোড় শুরু করেছে ৷ গুজরাতে ২টি রাজ্যসভার আসনে নির্বাচন হতে চলেছে সেই কারণেই শাসকদল বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছে ৷

কংগ্রেস বিধায়ক আল্পেস ঠাকর

advertisement

গান্ধিনগর থেকে বিপুল ভোটে জিতেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্মৃতি ইরানি অমেঠি থেকে জয়ী হওয়ায় রাজ্যসভার ২টি আসন খালি হয়েছে ৷ তবে দলবদলের মরশুমে অন্য সুর দেখতে পাওয়া গেল জামনগরের প্রাক্তন সাংসদ মাদাম নিউজ 18-কে জানিয়েছেন তিনি বিক্রিজাত দ্রব্য নই ৷ আরও একজন কংগ্রেস বিধায়ক ভুরিয়া জানিয়েছেন আমি কংগ্রেসের সঙ্গেই আছি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একনজরে দেখে নেওয়া যাক মোট ১৮২ বিধায়কের মধ্যে ৩ জনের বিধায়ক পদ খারিজ করাতে ১৭৯ বিধায়ক রয়েছেন ৷ ১০৩ জন বিধায়ক বিজেপি ও ৭১ জন কংগ্রেসের বিধায়ক ৷ বিটিপির একজন, এনসিপির এক নির্দলীয় বিধায়ক ৷ এদের মধ্যে একজন বিজেপিকে আর বাকিরা কংগ্রেসকে সমর্থন করবে ৷ এরফলেই অমিত শাহ ও স্মৃতি ইরানির ছেড়ে দেওয়া ২টি রাজ্যসভার আসন কংগ্রেস পেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আমাকে টুকরো টুকরো করে দিলেও বিজেপিতে কখনই যাবনা, দলকে বার্তা এই কংগ্রেস বিধায়কের