এদিন সংসদ শুরুর আগে সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদি বলেন, ''এই অধিবেশনে আলোচনা, পাল্টা আলোচনা এবং খোলা মনের বিতর্ক হবে। যার একটা সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমি আশা করছি, সমস্ত দলের সাংসদরা খোলা মনে আলোচনা করবেন এবং দেশের অগ্রগতির জন্য সচেষ্ট হবেন।''
প্রসঙ্গত, বাজেট পেশের আগে সোমবারে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। অর্থনৈতিক সমীক্ষা-তে দেশের অর্থনীতির হাল হকিকৎ খতিয়ে দেখে আগামী আর্থিক বছরের জন্য কী করা হবে, তার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, দেশের জিডিপি আগামী বছর কতটা বৃদ্ধি পেতে পারে, সেই লক্ষ্যমাত্রা অনুমানেরও আভাসও দেওয়া হয়।
advertisement
সূত্রের খবর, এই অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি প্রায় ৯.২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। এমন ঘোষণা হলে তা আমজনতার জন্য স্বস্তির হতে পারে। কারণ, এর আগে বৃদ্ধি ৭.৩% হারে নেমে গিয়েছিল। করোনার ধাক্কা সামলে ফের দেশ ঘুরে দাঁড়াচ্ছে, সেই বার্তাও দেওয়া যাবে।
আরও পড়ুন: ২০২৪-এর মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে! ভোট-আবহে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি
অপরদিকে, পেগাসাস ইস্যুতে এবারও সংসদ উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একদিকে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী মোদি সরকারের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ জারি করার দাবি জানিয়েছেন। অন্যদিকে সুপ্রিমকোর্টে নতুন করে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী এম এল শর্মা। গত বছর সংসদের বাদল অধিবেশনের একদিন আগে সামনে এসেছিল পেগাসাস স্পাইঅয়্যার কেলেঙ্কারি। ইজরায়েলের সংস্থা এনএসও এর থেকে কেনা এই স্পাইঅয়্যার ব্যবহার করে দেশের বিশিষ্ট সাংবাদিক, বিচারবিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনার, বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজকর্মীদের ফোনে আড়িপাতার অভিযোগ সামনে আসে। দুদিন আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারত ও ইজরায়েলের চুক্তির অন্যতম বিষয় ছিল পেগাসাস। একদিকে পাঁচ রাজ্যের নির্বাচন, অন্যদিকে দুয়ারে বাজেট অধিবেশন, সেই সময় পেগাসাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় চাপে বিজেপি ও কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: ভোররাতে উল্টোডাঙ্গার পথে এ কী পড়ে! চমকে ওঠা দৃশ্য, এক অটোচালকের দাবিতেও রহস্য
গত বছরের বাদল অধিবেশন কার্যত ভণ্ডুল হয়েছিল এই পেগাসাস ইস্যুতেই। এবারেও তেমনই হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত বাদল অধিবেশনে সংসদে বিবৃতি দিয়েছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও বিরোধীদের বক্তব্য, পেগাসাস ব্যবহার করে দেশের মানুষের ফোনে আড়িপাতার ঘটনা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। ফলে এই নিয়ে বিবৃতি দিতে হবে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যদিও তা নিয়ে কোনও বিবৃতি দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক।