আরও পড়ুন ‘ধর্ষণকারীদের পিটিয়ে মেরে ফেলা উচিৎ, কঠোরতম শাস্তি হোক...!’: জয়া বচ্চন
হায়দরাবাদের ঘটনায় ফুঁসছে গোটা দেশ৷ দোষীদের মিটিয়ে মারার নিদান দিয়েছেন রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন৷ দোষীদের সাস্তির দাবিতে সরব দেশের বিভিন্ন প্রান্তের মানুষ৷ ঘটনার বীভৎসতা সামনে আসার পর বেড়েছে প্রতিবাদের মাত্রা৷ এক তুরুণীর শরীর ছিঁড়ে খেয়েও থামেননি চার যুবকের নৃশংসতা৷ প্রমাণ লোপাটে মেয়েটিকে পুড়িয়ে মেরে ফেলে তারা৷ দেশের মেয়েদের প্রাপ্য কী এটাই? কোথায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তা, উঠেছে প্রশ্ন৷ এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে দিল্লি ধর্ষণের ভয়াবহতা৷ হায়দরাবাদের তরুণীর ন্যায়ের ব্যাপারে মুখ খুলেছেন নির্ভয়ার মা৷ তিনি জানিয়েছেন যে ২০১২ যে বর্বরতার শিকার হন তাদের মেয়ে, তার বিচার পেতে কেটে গিয়েছিল ৭ বছর৷ তবে তারপর ধর্ষণের আইনে আমূল পরিবর্তন ঘটেছে৷ তিনি চান শীঘ্রই কঠিন সাস্তি পাক দোষীরা৷ দেশের বিচার ব্যবস্থার কাছে এমনই আবেদন রেখেছেন মেয়েকে হারানো আশাদেবী৷
advertisement