শেখর জানিয়েছেন, তিনি ৪৫০ কিলোমিটার যাত্রা করেছেন ৷ কিন্তু ওলার বিলে দেখানো হয়েছে যে তিনি ৮৫ হাজার ৪২৭ কিলোমিটার যাত্রা করেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন ৯ হাজার ১৫৮ টাকা ৮৭ পয়সা বিল উঠেছে। কিন্তু পরে বিলটা ভালো করে দেখতেই চক্ষু চড়ক গাছ ৷
তবে সুধু শেখর নয়, গাড়ির চালকও বিল দেখে চমকে যান ৷ ক্যাব ড্রাইভার সুনীল কুমার জানান, ওই টাকা দিয়ে তিনি দুইটি ইন্ডিকা গাড়ি কিনতে পারবেন ৷
advertisement
শেখর ওই টাকা দিতে অস্বীকার করায় ক্যাব চালক ওলা স্টাফদের ডেকে পাঠান ৷ এরপর তারা হিসাব করে জানান, বিল হয়েছে ৪ হাজার ৮১২ টাকা ৷ পুরো সমস্যা মেটাতে প্রায় আধ ঘণ্টা লেগে যায় ৷
ওলা স্টারফরা জানিয়েছেন টেকনিক্যাল সমস্যার জন্য এই ঘটনাটি ঘটেছে ৷ প্রযুক্তিগত ক্রুটির জন্য শেখরকে হয়রানির মুখ পড়তে হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন ওলা সংস্থা ৷ ওলার মুখপাত্র সৌমিত্র চন্দ জানান যে তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷