রবিবার সকালে পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল ওই বিল্ডিংয়ে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। বেশ কয়েক জনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা গেলেও এখনও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েক জন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক।
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চারমিনারের কাছে গুলজ়ার হাউস নামের বহুতলের নীচে ছিল গয়নার দোকান। সেখানে প্রথমে আগুন লাগে। দোকানের উপরে থাকা বহুতলে ছড়িয়ে পড়েছিল সেই আগুন। এর জেরেই ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে কী থেকে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে।
উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ফোনও করেন তিনি।