তিনি বলেছেন, উত্তর প্রদেশে মহিলাদের ওপর একের পর এক অত্যাচার অপরাধের ঘটনা ঘটেছে। কিন্তু রাজ্য সরকার সেখানে ঘুমোচ্ছে। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের।
অভিযুক্তদের এ দিন ভোরে যেখানে তারা ওই মহিলা চিকিত্সককে গণধর্ষণ করেছিল, সেখানে নিয়ে যাওয়া হয়৷ অভিযুক্তরা পালানোর চেষ্টা করে৷ পুলিশ তাদের গুলি করে৷ ৪ জনেরই মৃত্যু হয়েছে৷
হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, এ দিন ভোরে টনার পুনর্বিশ্লেষণের জন্য ৪ অভিযুক্তকেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়৷ সেখানে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা৷ পুলিশ গুলি করতে বাধ্য হয়৷
মৃত অভিযুক্তরা হল, মহম্মদ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) ও চিন্তাকুন্টু চেন্নাকেসাভুলু (২০)৷ এদেন ৩০ নভেম্বর গ্রেফতার করেছিল পুলিশ৷ এক মহিলা চিকিত্সককে ধর্ষণ করে খুন করে দেহ জ্বালিয়ে দেয় এরা৷ পুলিশের কাছে নিজেদের দোষ কবুল করে ৪ জনেই৷ চেরাপল্লি সেন্ট্রাল জেলে ৪ জন বিচারাধীন বন্দি ছিল৷
গত ২৮ নভেম্বর হায়দরাবাদে এক মহিলা চিকিত্সকের দগ্ধ দেহ উদ্ধার হয়৷ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশের কাছে দোষ স্বীকার করে ৪ জনই৷