এবার প্যালেস্তাইনের এমন সঙ্কটের দিনে, ভারত সরকারকে পাশে থাকার এবং ত্রাণ পাঠানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল এসএফআই। এসএইআইয়ের তরফ থেকে চিঠিতে জানানো হয়, প্যালেস্তাইনে যা হচ্ছে, তা মানবতার সঙ্কট। শুধু নির্বিচার বোমাবর্ষণ করে একটা সভ্যতাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টাই নয়, এখন খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে প্যালেস্তাইনে পৌঁছতে চাওয়া ফ্লোটিলাগুলিকেও আটকে দিচ্ছে ইজরায়েল।
advertisement
এসএফআইয়ের তরফ থেকে চিঠিতে আরও জানানো হয়, প্যালেস্তাইনের শিশুরা যাতে অভুক্ত থেকে মারা যায়, তার ব্যবস্থা করছে নেতানিয়াহুর সরকার। ইতিমধ্যেই যার প্রতিবাদে পৃথিবী জুড়ে পথে নেমেছে কোটি কোটি মানুষ। ভারতের দীর্ঘ ঐতিহ্য আছে প্যালেস্তাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। এই সঙ্কটে ভারত সরকার এগিয়ে আসুক, খাদ্যসামগ্রী সহ অন্যান্য ত্রাণ পাঠাক প্যালেস্তাইনে।
এই বিষয়ে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন,”ভারত ঐতিহাসিকভাবে প্যালেস্তাইনের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে চিরকাল। বিজেপির লোকেরা এটাকে ধর্মীয় সংঘাত হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু আমাদের কাছে এটা মানবতার সঙ্কট। ৭০ হাজার মানুষ খুন হয়েছেন ইজরায়েলি বোমায়, এখন শিশুরা অভুক্ত থেকে মরছে। এই নরক থেকে প্যালেস্তিনীয়দের রক্ষা করতে ভারত সরকার ত্রাণ পাঠানোর উদ্যোগ নিক, আমরা যাবতীয় বিরোধ ভুলে সাহায্য করব।”
এছাড়াও এসএফআইয়ের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগে ভারত সরকারকে সাহায্য করতে মানুষের কাছে যাবে তাদের কয়েক লক্ষ কর্মী। যাবতীয় বিরোধ ভুলে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে এসএফআই।