হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মল্লিকার্জুন নগর থেকে ৪১ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ৩৭ বছরের স্ত্রীকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ ওই বাড়ি থেকে দামি ক্যামেরা সহ ভিডিও লাইভ স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত আরও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক৷ অতিরিক্ত উপার্জনের জন্যই স্ত্রীর সঙ্গে সঙ্গমের মুহূর্তের লাইভ স্ট্রিমিং করে বিক্রি করতেন তিনি৷ ওই ব্যক্তি গাড়ি চালিয়ে যা উপার্জন করতেন, এই চক্রের মাধ্যমে তার থেকে অনেক বেশি উপার্জন হত তাঁর৷
advertisement
সঙ্গমের মুহূর্ত লাইভ স্ট্রিমিং করার সময় নিজেদের পরিচয় গোপন করতে ওই দম্পতি মাস্ক পরে থাকতেন৷ শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হত এইচডি ক্যামেরা৷
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওই দম্পতির বাড়িতে হানা দেয় পুলিশ৷ হায়দরাবাদ পুলিশের ইস্ট জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে হানা দেয়৷ আইটি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি এই চক্রের পিছনে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷