TRENDING:

Hyderabad Blast: হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে সব শেষ! হায়দরাবাদে মৃত্যুমিছিল, আহত বহু! কী ঘটল জানেন? শিউরে উঠবেন শুনে

Last Updated:

Hyderabad Blast: এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল ও উদ্ধারকারী দল কাজ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী ভয়ঙ্কর ঘটনা!
কী ভয়ঙ্কর ঘটনা!
advertisement

হায়দরাবাদ: হায়দরাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু ঘটল। হায়দরাবাদের সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেবিস্ফোরণে বহু মানুষ গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে

advertisement

আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল ও উদ্ধারকারী দল কাজ করছেপাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদনগবেষণা কেন্দ্রে এই বিস্ফোরণ হয়প্রতক্ষ্যদর্শীরা জানান, একটি বড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই আকাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়া

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! নদিয়ায় এ কোন রোগের হানা! ভারতে এসে আক্রান্ত এক বাংলাদেশি! এমন অবস্থা, ছুটে এলেন হু আধিকারিকরা! কোন রোগ জানেন? চমকে উঠবেন শুনে

জানা গিয়েছে, একটি রাসায়নিক রিঅ্যাক্টরের ভিতরেই এই বিস্ফোরণ ঘটেমুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। বহু শ্রমিক প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে

advertisement

ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। হায়দরাবাদ প্রশাসন ও তেলেঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে। এই বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনও রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশফরেন্সিক বিভাগ তদন্ত শুরু করেছে। নিহতদের প্রতি শোকজ্ঞাপন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad Blast: হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে সব শেষ! হায়দরাবাদে মৃত্যুমিছিল, আহত বহু! কী ঘটল জানেন? শিউরে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল