TRENDING:

Family Death Mystery: স্বামীর মৃত্যুর পর ৪ মাস পরই দ্বিতীয় বিয়ে, মা-মেয়েকে খুন করে আত্মঘাতী দ্বিতীয় বর

Last Updated:

দু'বছর আগে শোভা ঘোষের প্রথম পক্ষের স্বামীর পথদুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর চার মাসের মাথায় সুজয় মন্ডলের সঙ্গে বিয়ে হয় শোভার। পাঁচ বছরের কন্যা সন্তানটি প্রথম পক্ষের। স্থানীয় সূত্রে জানা যায়, মাস খানেক আগে কুঞ্জঘাটা এলাকায় সৈদাবাদ কেদার মাহাতো লেনের একটি বাড়িতে ভাড়া আসেন ওই দম্পতি। কিন্তু মাঝেমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিন সকালে বাচ্চাটিকে বাইরে দোকানে যেতে দেখেছিল প্রতিবেশীরা। তার পর বাড়ির বাইরে আর কাউকে দেখা যায়নি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: স্বামী, স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুরের কুঞ্জঘাটা এলাকায়। শনিবার ঘরের মধ্যেই স্বামী, স্ত্রী ও ৫বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম সুজয় মন্ডল, শোভা ঘোষ  ও আরাধ্যা ঘোষ । পারিবারিক অশান্তির জেরেই স্ত্রী ও সন্তানকে খুন করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।
নৃশংস! রক্তে মাখা শরীর, ক্ষত-বিক্ষত সারা দেহ, মহিলার এই অবস্থা কে করল? হাড়হিম ঘটনায় চাঞ্চল্য
নৃশংস! রক্তে মাখা শরীর, ক্ষত-বিক্ষত সারা দেহ, মহিলার এই অবস্থা কে করল? হাড়হিম ঘটনায় চাঞ্চল্য
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। তবে  কী ভাবে একইসঙ্গে তিন জনের মৃত্যু হল তা খতিয়ে দেখতে বহরমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

দু’বছর আগে শোভা ঘোষের প্রথম পক্ষের স্বামীর পথদুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর চার মাসের মাথায় সুজয় মন্ডলের সঙ্গে বিয়ে হয় শোভার। পাঁচ বছরের কন্যা সন্তানটি প্রথম পক্ষের। স্থানীয় সূত্রে জানা যায়, মাস খানেক আগে কুঞ্জঘাটা এলাকায় সৈদাবাদ কেদার মাহাতো লেনের একটি বাড়িতে ভাড়া আসেন ওই দম্পতি। কিন্তু মাঝেমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিন সকালে বাচ্চাটিকে বাইরে দোকানে যেতে দেখেছিল প্রতিবেশীরা। তার পর বাড়ির বাইরে আর কাউকে দেখা যায়নি।

advertisement

প্রতিবেশীদের অভিযোগ পারিবারিক অশান্তির কারনেই স্ত্রী ও শিশুটিকে খুন করে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশী বিভাস কুন্ডু বলেন, “কয়েক মাস আগে ওরা এই বাড়িতে ভাড়া আসে। সকালেও বাচ্চা মেয়েটাকে আমি দোকানে যেতে দেখেছিলাম। প্রতি দিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই কারনেই স্ত্রী আর বাচ্চা মেয়েটাকে খুন করে ওই যুবক আত্মহত্যা করেছে।”

advertisement

মৃত শোভা ঘোষের প্রথম পক্ষের শাশুড়ি লক্ষ্মী শীল বলেন, “আমার ছেলের মৃত্যুর পর আমাদের সঙ্গে শোভার কোনো সম্পর্ক ছিল না। বাচ্চা মেয়েটাকেও আমাদের দেখতে দিত না। মেয়েটার জন্যই আমি ছুটে এসেছি।” মৃত শোভা ঘোষের দাদা টিঙ্কু ঘোষ বলেন, “দ্বিতীয়বার বিয়ে করার পর আমাদের সঙ্গে বোন কোনও সম্পর্ক রাখত না। একই সঙ্গে তিনজনের কিভাবে মৃত্যু হল কিছু বুঝতে পারছিনা। পুলিশ তদন্ত করলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন-সরকারি জমিই বর্ষায় সাক্ষাৎ যম! ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল দুই পড়ুয়ার

বাংলা খবর/ খবর/দেশ/
Family Death Mystery: স্বামীর মৃত্যুর পর ৪ মাস পরই দ্বিতীয় বিয়ে, মা-মেয়েকে খুন করে আত্মঘাতী দ্বিতীয় বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল