জানা গিয়েছে মহিলার স্বামী রফিকুদ্দিন কর্মসূত্রে মাঝেমাঝেই বাইরে থাকেন। ৬ বছর ধরে অভিযুক্ত রফিকুদ্দিনের সঙ্গে সংসার করছেন রুবি বেগম। তাঁদের তিন সন্তানও রয়েছে। স্বামীর সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি হয় রুবির।
বৃহস্পতিবারও এরকমই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরে হঠাৎ করেই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় স্বামী। শরীরের একাধিক জায়গায় আঘাত করেন অভিযুক্ত রফিকুদ্দিন। শুধু তাই নয়, কব্জি থেকে স্ত্রীর দুটো হাত নেয় অভিযুক্ত স্বামী। হাত দুটো কেটে নেওয়ার পরে স্ত্রীর দুটো হাত তখন রক্তে ভেসে যাচ্ছিল। স্ত্রীকে ওই অবস্থায় ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায় নির্যাতিত মহিলার স্বামী।
advertisement
আরও পড়ুন: ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ, জনতার ক্ষোভের আগুনে জ্বলল দোকান, গাড়ি
চিৎকার শুনে পরে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। ঘটনার অভিঘাতে জ্ঞান হারান মহিলা। প্রতিবেশীরা মহিলার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা এসে রুবিকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করান। পরে মহিলাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।