আরও পড়ুন : Adultery: পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, রায় শীর্ষ আদালতের
আজ শীর্ষ বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ডিভিশন্যাল বেঞ্চ এই রায় দান করেছে ৷ এর আগে পরকীয়ার সর্বোচ্চ শাস্তি ছিল পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা বা দুইই হতে পারে ৷
advertisement
পরকীয়া সংক্রান্ত মামলায় রায়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে যে পর্যবেক্ষণ উঠে এসেছে সেগুলি হল
সংবিধানের ৪৯৭ ধারা মহিলার মান সম্মান ক্ষুণ্ন নিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে ৷ গৃহপালিত পশুর মত নয়, মানুষের মত ব্যবহার করা হোক তাঁদের সঙ্গে ৷
৪৯৭ প্রতিটি মহিলাকে তাঁদের স্বামীর কাছে উপভোগ্য পণ্যে পরিণত করেছে ৷ আজ থেকে আর মহিলারা উপভোগ্য পণ্য নয় বা স্বামীরাও তাঁদের প্রভু নয় ৷ তাঁরা মাথা উঁচু করে বাঁচবেন ৷
কোনও ভাবে বা কোনও রূপেই আজ থেকে আর স্ত্রীরা স্বামীর প্রভু নয় ৷ বিয়ের দায়বদ্ধতা শুধুই একপক্ষের বা স্ত্রীর নয় ৷ দু'জনেরই সম্মান দায়িত্ব ও কর্তব্য রয়েছে ৷
আরও পড়ুন : Ayodhya Case: নমাজ শুধুই মসজিদে ! সুপ্রিম রায়ের অপেক্ষায় সারা দেশ
নারীর খর্ব করা মৌলিক অধিকার ফিরে পাবে বলেই মনে করা হচ্ছে ৷ কোনও মানুষের বাঁচার বা মৌলিক অধিকার খর্ব করার অধিকার কারোর নেই ৷
আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে নারীরা নিজের পছন্দের কথা স্বগর্বে বলতে পারবে ৷ তাঁদের কণ্ঠরোধ করার আর কেউ থাকবে বা আইনত কেউ কণ্ঠরোধ করতে পারবেনা ৷
চিন, জাপান, অস্ট্রেলিয়া সহ বিশ্বের একাধিক প্রথম সারির দেশে পরকীয়া কোনও অপরাধ নয় বাঁচার একটি অবলম্বন নয় ৷ এরফলে প্রেমহীন সংসারের থেকে মুক্তি দিয়ে আসবে নব জাগরণ ৷ জয় হবে মানবতাবাদের, জয় হবে মানবতাবোধের ৷