TRENDING:

Extra Marital Affair: খুনোখুনি নয়, স্ত্রীর পরকীয়ার কথা জেনে বড় সিদ্ধান্ত যুবকের! পরকীয়ার অন্য রকম পরিণতি উত্তর প্রদেশে

Last Updated:

ওই ব্যক্তির নাম বাবলু৷ তাঁর স্ত্রীর নাম রাধিকা৷ ২০১৭ সালে বাবলু এবং রাধিকার বিয়ে হয়৷ তাঁদের ৯ এবং ৭ বছরের দুটি সন্তানও রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: দাম্পত্য জীবনে পরকীয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, গত কয়েকদিনে তার একাধিক উদাহরণ সামনে এসেছে৷ তার মধ্যে সবথেকে শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে৷ যেখানে পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রী এবং তার প্রেমিক মিলে সৌরভ রাজপুত নামে একজন মার্চেন্ট নেভি অফিসারকে নৃশংস ভাবে হত্যা করেছে৷ একই ধরনের ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুর, হরিয়ানার রোহতকে৷
বাবলু (বাঁদিকে) এবং তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিক৷
বাবলু (বাঁদিকে) এবং তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিক৷
advertisement

এবার উত্তর প্রদেশের সন্ত কবির নগর জেলায় আরও এক পরকীয়ার ঘটনা সামনে এল৷ যদিও এই ঘটনা একটু ব্যতিক্রমী হয়ে থাকল৷ কারণ স্ত্রীর পরকীয়ার কথা জানার পর রাগারাগি অথবা অশান্তি নয়, প্রেমিকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিয়ে দিয়েছেন স্বামী৷ শুধু স্ত্রীর বিয়ে দেওয়াই নয়, নিজেদের দুই সন্তানকেও তিনি একাই বড় করবেন বলেও জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি৷

advertisement

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বাবলু৷ তাঁর স্ত্রীর নাম রাধিকা৷ ২০১৭ সালে বাবলু এবং রাধিকার বিয়ে হয়৷ তাঁদের ৯ এবং ৭ বছরের দুটি সন্তানও রয়েছে৷

আরও পড়ুন: সৌরভের কাটা মাথা, হাত বাড়ি নিয়ে যায় সাহিল! বক্স খাটে দেহ ভরে উপরে ঘুমিয়েছিল মুসকান

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, উপার্জনের জন্যই অধিকাংশ সময় বাড়ি বাইরে থাকতেন বাবলু৷ আর তাঁর সেই অনুপস্থিতির সুযোগেই গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাবলু স্ত্রীর ৷ দীর্ঘ সময় ধরেই এই বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল৷

advertisement

যদিও বাবলুর পরিবারের সদস্যরা এই সম্পর্কের কথা জেনে ফেলেন৷ তাঁরাই বাবলুকে বিষয়টি জানান৷ এর পর সরাসরি বাবলু স্ত্রীকে তাঁর পরকীয়া সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন৷ স্ত্রী তাঁর সঙ্গে না কি নিজের প্রেমিকের সঙ্গে থাকতে চান, জানতে চান বাবলু৷ রাধিকা অবশ্য নিজের প্রেমিককেই বেছে নেন৷

এ কথা শুনে স্ত্রীর মতকেই সম্মান দেন বাবলু৷ শুধু তাই নয়, বাবলু জানিয়ে দেন, দুই সন্তানের দায়িত্বও তিনিই নেবেন৷ এর পর স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিয়ের আয়োজনও করেন বাবলু৷ নিজের পরিবার এবং গ্রামবাসীদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বাবলু৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিজের স্ত্রী এবং তাঁর প্রেমিককে নিয়ে আদালতে গিয়ে দু জনের আইনি বিয়ের ব্যবস্থা করেন বাবলু৷ পরে মন্দিরে নিয়ে গিয়েও দু জনের বিয়ে দেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Extra Marital Affair: খুনোখুনি নয়, স্ত্রীর পরকীয়ার কথা জেনে বড় সিদ্ধান্ত যুবকের! পরকীয়ার অন্য রকম পরিণতি উত্তর প্রদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল