এবার উত্তর প্রদেশের সন্ত কবির নগর জেলায় আরও এক পরকীয়ার ঘটনা সামনে এল৷ যদিও এই ঘটনা একটু ব্যতিক্রমী হয়ে থাকল৷ কারণ স্ত্রীর পরকীয়ার কথা জানার পর রাগারাগি অথবা অশান্তি নয়, প্রেমিকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিয়ে দিয়েছেন স্বামী৷ শুধু স্ত্রীর বিয়ে দেওয়াই নয়, নিজেদের দুই সন্তানকেও তিনি একাই বড় করবেন বলেও জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি৷
advertisement
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বাবলু৷ তাঁর স্ত্রীর নাম রাধিকা৷ ২০১৭ সালে বাবলু এবং রাধিকার বিয়ে হয়৷ তাঁদের ৯ এবং ৭ বছরের দুটি সন্তানও রয়েছে৷
আরও পড়ুন: সৌরভের কাটা মাথা, হাত বাড়ি নিয়ে যায় সাহিল! বক্স খাটে দেহ ভরে উপরে ঘুমিয়েছিল মুসকান
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, উপার্জনের জন্যই অধিকাংশ সময় বাড়ি বাইরে থাকতেন বাবলু৷ আর তাঁর সেই অনুপস্থিতির সুযোগেই গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাবলু স্ত্রীর ৷ দীর্ঘ সময় ধরেই এই বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল৷
যদিও বাবলুর পরিবারের সদস্যরা এই সম্পর্কের কথা জেনে ফেলেন৷ তাঁরাই বাবলুকে বিষয়টি জানান৷ এর পর সরাসরি বাবলু স্ত্রীকে তাঁর পরকীয়া সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন৷ স্ত্রী তাঁর সঙ্গে না কি নিজের প্রেমিকের সঙ্গে থাকতে চান, জানতে চান বাবলু৷ রাধিকা অবশ্য নিজের প্রেমিককেই বেছে নেন৷
এ কথা শুনে স্ত্রীর মতকেই সম্মান দেন বাবলু৷ শুধু তাই নয়, বাবলু জানিয়ে দেন, দুই সন্তানের দায়িত্বও তিনিই নেবেন৷ এর পর স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিয়ের আয়োজনও করেন বাবলু৷ নিজের পরিবার এবং গ্রামবাসীদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বাবলু৷
নিজের স্ত্রী এবং তাঁর প্রেমিককে নিয়ে আদালতে গিয়ে দু জনের আইনি বিয়ের ব্যবস্থা করেন বাবলু৷ পরে মন্দিরে নিয়ে গিয়েও দু জনের বিয়ে দেন তিনি৷