TRENDING:

Extramarital Relationship: নামেই তিনি স্বামী, স্ত্রীর মন পড়ে প্রেমিকের কাছে! বিয়ের ১৫ বছর পর বড় সিদ্ধান্ত নিলেন যুবক

Last Updated:

বিয়ের পরেও কনৌজের বাসিন্দা বিকাশ দ্বিবেদী নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন সোনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৫ বছরের দাম্পত্য জীবন৷ সন্তানও রয়েছে৷ কিন্তু স্ত্রী দীর্ঘদিন ধরেই ভালবাসেন অন্য কাউকে৷ অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত স্ত্রীকে তাই মুক্তি দিলেন স্বামী৷ নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিয়ে দিলেন যুবক৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুরের দেহাতের রসুলাবাদে৷ জানা গিয়েছে, পেশায় শ্রমিক যোগেশ তিওয়ারির সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল সোনি নামে এক তরুণীর৷ কিন্তু বিয়ের পরেও কনৌজের বাসিন্দা বিকাশ দ্বিবেদী নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন সোনি৷

একটা সময়ের পর স্ত্রীর এই অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন যোগেশ৷ বিষয়টি নিয়ে সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন তিনি৷ এর পরই নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সোনি৷ শেষ সোমবার প্রেমিকের সঙ্গে গ্রামে ফিরে আসেন সোনি৷ বিকাশ গ্রামে ফিরেছেন খবর পেয়েই পুলিশকে তা জানান যোগেশ৷

advertisement

পুলিশি ঝামেলা এড়াতে ফের গ্রাম ছেড়ে পালিয়ে যান সোনির প্রেমিক বিকাশ৷ কিন্তু ততক্ষণে স্ত্রীর মনের আসল ইচ্ছের কথা জানতে পেরে গিয়েছেন যোগেশ৷ বুঝে গিয়েছেন, স্ত্রীর মন পড়ে আছে বিকাশের কাছেই৷ এর পরই ফোন করে বিকাশকে গ্রামে আসতে বলেন যোগেশ৷ গোটা বিষয়টি গ্রামের পঞ্চায়েতকেও জানান ওই যুবক৷ এর পরই পঞ্চায়েতের বৈঠক ডাকা হয়৷ সেখানে সোনি জানিয়ে দেন, প্রেমিক বিকাশের সঙ্গেই ঘর বাঁধতে চান তিনি৷ যোগেশকেও বৈবাহিক সব দায় থেকে মুক্ত করতে রাজি হয়ে যান সোনি৷ এই প্রস্তাবে সম্মতি দেয় পঞ্চায়েতও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এর পরই গ্রামের একটি মন্দিরেই স্ত্রীর বিয়ের বন্দোবস্ত করেন যোগেশ৷ দাঁড়িয়ে থেকে বিকাশের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দেন তিনি৷ বিয়ের আসরে গ্রামবাসী এবং পুলিশও উপস্থিত ছিল৷ যোগেশ এবং সোনির ১২ বছরের পুত্র তার মায়ের সঙ্গেই থাকবে বলে ঠিক হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Extramarital Relationship: নামেই তিনি স্বামী, স্ত্রীর মন পড়ে প্রেমিকের কাছে! বিয়ের ১৫ বছর পর বড় সিদ্ধান্ত নিলেন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল