তবে এমন পরিস্থিতিতেও স্বামী তার স্ত্রীর সঙ্গ ছাড়েননি। হাসপাতালে শয্যায় শুয়ে, আহত স্বামী তার ব্রেন ডেথ স্ত্রী-এর মাথা সিঁদুর পরান, তার মুখে বিন্দি লাগান, শেষবার তার হাত ধরেন। স্বামীর চোখে তখন জল পড়ছিল। স্বামী নিজেও গুরুতর আহত ছিলেন এবং শেষবার তার স্ত্রীর মুখটি ঠিকভাবে দেখেছিলেন।
আরও পড়ুন: ঘুমিয়ে পড়েন ড্রাইভার! বাসের সঙ্গে ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষে মৃত ৫, গুরুতর আহত অন্তত ১৭
advertisement
এখানেই শেষ নয় পুরো ঘটনাটি। পরিবারের তরফে তারা সিদ্ধান্ত নেওয়া হয় স্ত্রী-এর অঙ্গ দানের। যা তিনটি জীবন বাঁচিয়ে দেয়। এই আবেগপূর্ণ মুহূর্ত দেখে হাসপাতালটিতে উপস্থিত কেউই নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি৷
মধ্যপ্রদেশের ইন্দোরে এক সড়ক দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় শাজাপুরের বাসিন্দা ভূপেন্দ্র রাঠোর এবং তার স্ত্রী মনীষা গুরুতর আহত হন। দুজনকেই চিকিৎসার জন্য ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে, স্বামী স্ত্রীকে একে অপরের পাশে রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসকরা স্ত্রীর ব্রেন ডেড ঘোষণা করার পর, পরিবারের উপর একটি বড় আঘাত আসে।
আরও পড়ুন: অল্পের জন্য প্রাণ রক্ষা! বাইককে ঘষটাতে ঘষটাতে নিয়ে গেল বন্দে ভারত, বিস্তারিত জানুন
অঙ্গ দানের সিদ্ধান্ত
স্ত্রী-এর মৃত্যু পরবর্তী, এক হৃদয়বিদারক দৃশ্য সামনে আসে, যা হাসপাতালটিতে উপস্থিত অনেক মানুষকে আবেগপ্রবণ করে তোলে। স্বামী শয্যায় শুয়ে, তার ব্রেন ডেড স্ত্রীকে সিঁদুর পরান, তাকে বিন্দি লাগান এবং হাতে ধরে রাখেন। দেখে সেখানে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বামী তাঁর স্ত্রী হারানোর দুঃখে কাঁদছিলেন, কিন্তু তার পরিবার সিদ্ধান্ত নেয় অন্যদের জীবন বাঁচানোর। তারা স্ত্রীর চোখ ও কিডনি দান করার সিদ্ধান্ত নেয়।