TRENDING:

স্ত্রীর এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন না স্বামী, জানাল এসবিআই

Last Updated:

স্বামীকে এটিএম কার্ড দিয়ে সমস্যায় পড়লেন স্ত্রী, খোয়া গেল ২৫০০০ টাকা৷ নিজের কষ্টার্জিত এতগুলো টাকা আর ফেরত পেলেন না বেঙ্গালুরুর বন্দনা৷ সন্তানের জন্মের পরপর, নিজের এটিএম কার্ড স্বামীকে দিয়েছিলেন বন্দনা৷ জানিয়ে দিয়েছিলেন পিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: স্বামীকে এটিএম কার্ড দিয়ে সমস্যায় পড়লেন স্ত্রী, খোয়া গেল ২৫০০০ টাকা৷ নিজের কষ্টার্জিত এতগুলো টাকা আর ফেরত পেলেন না বেঙ্গালুরুর বন্দনা৷ সন্তানের জন্মের পরপর, নিজের এটিএম কার্ড স্বামীকে দিয়েছিলেন বন্দনা৷ জানিয়ে দিয়েছিলেন পিন৷ নিজে বেরোতে পারবেন না বলেই, স্বামীকে দায়িত্ব দিয়েছিলেন ২৫০০০টাকা তুলে আনতে৷ এটিএমে নিয়মমাফিক টাকা তুলতেই গিয়েই সমস্যায় পড়লেন বন্দনার স্বামী রাজেশ৷ ব্যাঙ্ক থেকে টাকা খোয়া গেল, কিন্তু হাতে এল না৷
advertisement

আরও পড়ুন কোথাও হাঁটু, কোথাও কোমর, জলে থৈ থৈ মুম্বই

যেই স্লিপটি এল তার হাতে, তাতে দেখা গেল টাকা কাটা গেছে৷ মাথায় হাত স্বামী-স্ত্রীর৷ এসবিআই-কে জানানোয় তাদের থেকে এল অদ্ভুত উত্তর, যার জন্য তৈরি ছিলেন না কেউই৷ এসবিআই জানিয়ে দিয়েছে, স্ত্রীর এটিএম কার্ড কোনভাবে ব্যবহার করতে পারবেন না স্বামী৷ এটিএম কার্ড একেবারেই ব্যক্তিগত, যা কোন নিকট আত্মীয়র সঙ্গেই শেয়ার করতে পারবেন না কেউই৷

advertisement

আরও পড়ুন ভিনধর্মে প্রেম করেই কী আত্মহত্যা ? যুগলের দেহ মিলল গাড়ির মধ্যে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

তবে বন্দনার যুক্তি ছিল যে তিনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন না বলেই স্বামীকে  পাঠিয়েছিলেন টাকা তুলতে৷ তাই ব্যাঙ্কের কাছে আর্জি ছিল যাতে তাঁর খোয়া যাওয়া টাকা যাতে ফিরিয়ে দেওয়া হয়৷ কিন্তু স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দেয়, একের এটিএম কার্ড অন্যের ব্যবহার করা নিময়বর্হিভূত৷ তাই বেনিয়মের মাসুল দিতে হবে বন্দনা ও রাজেশকে৷ ঘটনার পর ৫বছর কেটে গিয়েছে৷ আজ ব্যাঙ্কের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভুল ওই দম্পতির, তাই খেসারত দিতে হবে তাদেরই৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীর এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন না স্বামী, জানাল এসবিআই