TRENDING:

Husband Attacks Wife and Daughter: মদ্যপ স্বামীর অত্যাচার, মাকে বাঁচাতে গিয়ে চোয়াল ভাঙল মেয়ের! বিস্তারিত জানুন

Last Updated:

Husband Attacks Wife and Daughter: রাজেশ কুশওয়াহা নামের ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে৷ তিনি স্ত্রী-এর সঙ্গে শারীরীক সম্পর্ক স্থাপন করতে চায়৷ কিন্তু তার স্ত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন৷  তখনই রাগে ছুড়ি নিয়ে আক্রমণ করে ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোরবা: ছত্তিশগড়ে  কোরবার কোতওয়ালি থানা এলাকায় একটি হৃদয় কাঁপানো ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক স্বামী মাদকাসক্ত অবস্থায় স্ত্রী ও মেয়েকে ছুরি দিয়ে আক্রমণ করেছে।
মদ্যপ স্বামীর অত্যাচার, মাকে বাঁচাতে গিয়ে চোয়াল ভাঙল মেয়ের!
মদ্যপ স্বামীর অত্যাচার, মাকে বাঁচাতে গিয়ে চোয়াল ভাঙল মেয়ের!
advertisement

জানা গিয়েছে যে, স্ত্রী এবং সন্তানদের নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন ওই ব্যক্তি৷  পারিবারিক হিংসায় অতিষ্ঠ ছিলেন তিনি। রাজেশ কুশওয়াহা নামের ওই ব্যক্তি এরপর মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন৷ এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়৷ রাজেশ তার  স্ত্রী-এর সঙ্গে শারীরীক সম্পর্ক স্থাপন করতে চায়৷ কিন্তু তার স্ত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন৷  তখনই রাগে ছুড়ি নিয়ে তাদের আক্রমণ করে ওই ব্যক্তি।

advertisement

আরও পড়ুন: ঘর থেকে ৯ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল হিংস্র পশু! এলাকায় প্রবল আতঙ্ক

এই ঘটনায় স্ত্রী গুরুতর আহত হন৷ মাকে বাঁচাতে ছুটে আসে বড় মেয়ে৷  বাধা দেওয়ার চেষ্টা করার সময় সেও আহত হয়। জানা গিয়েছে,  রাজেশ প্রথমে স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে৷  মেয়ে সাহায্য করার চেষ্টা করলে তার উপরও আক্রমণ চালানো হয়। এই ঘটনা মারাত্মক আকার ধারণ করে৷ স্ত্রী-এর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয় এবং ঘটনার খবর পুলিশকে দেয়। মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে৷ যেখানে তার অবস্থা বেশ গুরুতর৷ জানা গিয়েছে, ঘটনায় চোয়াল ভেঙেছে মেয়েটির৷

advertisement

আরও পড়ুন: একসঙ্গে মদ্যপানের পরই ঝামেলা, পরস্পরকে গুলি দুই গ্যাংস্টারের! মৃত ১

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশের অনুসন্ধান জারি – অপরাধের গুরুত্ব বিবেচনা করে পুলিশ রাজেশ কুশওয়াহার বিরুদ্ধে মামলা দায়ের করে তার খোঁজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন এই ঘটনার গভীর তদন্ত করছে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ইউবিএস চৌহান বলেছেন যে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এই ঘটনা সমাজের সেই দিকটি তুলে ধরেছে যেখানে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য , এবং এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Husband Attacks Wife and Daughter: মদ্যপ স্বামীর অত্যাচার, মাকে বাঁচাতে গিয়ে চোয়াল ভাঙল মেয়ের! বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল