TRENDING:

Crime News: রাতে ‘মাটন’ রাঁধতে চাননি ক্লান্ত স্ত্রী! লাঠি হাতে তেড়ে এল রাগে ফুটতে থাকা স্বামী! রক্তমাখা পরিণতিতে চোখে জল আসবে

Last Updated:

Crime News:রাতে সে মাটন কিনে বাড়িতে ফেরে। কিন্তু অভিযোগ তাঁর স্ত্রী রান্না করতে রাজি হননি। সেখান থেকেই ঝগড়ার সূত্রপাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেলেঙ্গানা: তেলেঙ্গানার মাহাবুবাবাদে ক্রোধে উন্মত্ত স্বামী খুন করল স্ত্রীকে। বুধবার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে মাটন রাঁধতে চাননি ওই গৃহবধূ। তার মাশুল দিতে হল প্রাণ দিয়ে। নির্মমভাবে প্রহার করে তাঁকে হত্যা করা হয় বলে দাবি তদন্তকারীদের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

নিহত বধূ মালোথ কলাবতী (৩৫)-র মা জানিয়েছেন বুধবার রাতে স্বামীর সঙ্গে কলাবতীর তীব্র দাম্পত্য বাদানুবাদ হয়। ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। সে সময়ই স্বামীর হাতে তরুণী খুন হন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত এম বালু কৃষিমজুর। বুধবার রাতে সে মাটন কিনে বাড়িতে ফেরে। কিন্তু অভিযোগ তাঁর স্ত্রী রান্না করতে রাজি হননি। সেখান থেকেই ঝগড়ার সূত্রপাত। বাকবিতণ্ডার মধ্যেই লাঠি দিয়ে স্ত্রীকে বেদম মারধর করে বলে অভিযোগ। মাথায় লাঠির আঘাতে প্রাণ হারান তরুণী কলাবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হত্যাকাণ্ডের জেরে এলাকার পরিবেশ থমথমে।

advertisement

আরও পড়ুন : জাস্ট ১ চামচ জলে ফেলে গলায় ঢালুন! চোখের পলকে শান্ত বুক-পেট জ্বলে যাওয়া দাউদাউ আগুন! ব্লটিং পেপারের মতো শুষে নেবে গ্যাসের ভার! দমিয়ে দেবে টক অম্বলের চাপকে

পুলিশ তদন্ত করে দেখছে এই হত্যার পিছন আর কোনও পুরনো আক্রোশ আছে কিনা। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভাবতেই পারছেন না এত তুচ্ছ ঘটনার এমন নৃশংস পরিণতি হতে পারে। অভিযুক্ত এম বালুকে গ্রেফতার করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: রাতে ‘মাটন’ রাঁধতে চাননি ক্লান্ত স্ত্রী! লাঠি হাতে তেড়ে এল রাগে ফুটতে থাকা স্বামী! রক্তমাখা পরিণতিতে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল