নিহত বধূ মালোথ কলাবতী (৩৫)-র মা জানিয়েছেন বুধবার রাতে স্বামীর সঙ্গে কলাবতীর তীব্র দাম্পত্য বাদানুবাদ হয়। ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। সে সময়ই স্বামীর হাতে তরুণী খুন হন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত এম বালু কৃষিমজুর। বুধবার রাতে সে মাটন কিনে বাড়িতে ফেরে। কিন্তু অভিযোগ তাঁর স্ত্রী রান্না করতে রাজি হননি। সেখান থেকেই ঝগড়ার সূত্রপাত। বাকবিতণ্ডার মধ্যেই লাঠি দিয়ে স্ত্রীকে বেদম মারধর করে বলে অভিযোগ। মাথায় লাঠির আঘাতে প্রাণ হারান তরুণী কলাবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হত্যাকাণ্ডের জেরে এলাকার পরিবেশ থমথমে।
advertisement
পুলিশ তদন্ত করে দেখছে এই হত্যার পিছন আর কোনও পুরনো আক্রোশ আছে কিনা। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভাবতেই পারছেন না এত তুচ্ছ ঘটনার এমন নৃশংস পরিণতি হতে পারে। অভিযুক্ত এম বালুকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2025 7:04 PM IST