TRENDING:

Indigo Flight Bomb Scare: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে

Last Updated:

Human Bomb Threat Message On Kuwait To Hyderabad IndiGo Flight: দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী বিমানটিকে জরুরি অবতরণ করানো হল মুম্বইয়ে। দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়। যদিও বিমানে বিপজ্জনক কিছ মেলেনি বলেই খবর। ইন্ডিগোর বিমানে বোমাতঙ্কে স্বভাবতই সমস্যার সৃষ্টি হয় ৷ ওই বিমানে মোট কত জন যাত্রী ছিলেন, তা অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি বিমানসংস্থার তরফে ৷
ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! (Representative/File Image)
ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! (Representative/File Image)
advertisement

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা, রাজ্যে জাঁকিয়ে শীত কবে? জেনে নিন আবহাওয়ার আপডেট

ইন্ডিগো এয়ারলাইন্সের-এর পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি। দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে এদিন ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়। গত মাসেও হায়দরাবাদ বিমানবন্দরে ইমেল করে বোমার বিষয়ে ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। ওই সময়েও একই রকম ভাবে হুমকি বার্তা এসেছিল।

advertisement

আরও পড়ুন– মাতৃবিয়োগের ব্যথায় জর্জরিত, যে কোনও বাঙালির চোখে জল আনবে রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর গান ‘আমি চলে যাব’

সেরা ভিডিও

আরও দেখুন
নারকেলের মধ্যে জন্ম নিচ্ছে বিভিন্ন গাছের চারা! 'কোকেডামা'য় মজেছেন চন্দ্রকোনাবাসী
আরও দেখুন

সোমবার, ১ ডিসেম্বর একইরকমভাবে মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড এলাকায় একটি বেসরকারি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি আসে, যার ফলে পুলিশ সন্দেহজনক কোনও বস্তু খুঁজতে শুরু করে, কিন্তু পরে সেটা ভুয়ো বলে প্রমাণিত হয়। স্কুলের অফিসে সকাল ৬.৩০টা নাগাদ একটি ইমেল আসে, যেখানে বলা হয়েছিল স্কুলে বোমা রাখা হয়েছে এবং স্কুলটিকে উড়িয়ে দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Flight Bomb Scare: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল