TRENDING:

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, আটকে যায় মহালক্ষ্মী এক্সপ্রেস

Last Updated:

শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে ডুবুডুবু মুম্বই। অবস্থা এমন যে, রেল ট্র্যাকে জল জমায় থানের কাছে বদলাপুরে আটকে পড়ে মহালক্ষ্মী এক্সপ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। রাতভর এত জোরে বৃষ্টি হয় যে থানের কাছে বদলাপুরে আটকে পড়ে মহালক্ষ্মী এক্সপ্রেস। রেল ট্র্যাকের উপর থেকে বইতে থাকে উলহাস নদী। সেইসময় ট্রেনে ছিলেন দু'হাজার যাত্রী। এনডিআরএফ, নৌসেনা, বায়ুসেনা ও দমকলের চেষ্টায় সবাইকে উদ্ধার করা হয়। খারাপ আবহাওয়ার জেরে বাতিল কয়েকটি বিমানও।চারপাশে জল আর জল। যেন বিশাল সমুদ্র। দেখে বোঝার উপায় নেই, কোনটা কী... আলাদা করে বলে দিতে হবে, তার মধ্যেই আটকে একটি ট্রেন।
advertisement

শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে ডুবুডুবু মুম্বই। অবস্থা এমন যে, রেল ট্র্যাকে জল জমায় থানের কাছে বদলাপুরে আটকে পড়ে মহালক্ষ্মী এক্সপ্রেস।মুম্বই-কোলহাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস বহু যাত্রীকে নিয়ে চলতে শুরু করেছিল। মাঝে বদলাপুর ও ওয়াঙ্গানির মধ্যে একটি জায়গায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। সেইসময় রেল ট্র্যাকের উপর দিয়ে বইছিল উলহাস নদী। আশপাশে লোকালয় নেই। ট্রেন যেন ভাসছে। আচমকা ট্রেন থেমে যাওয়ায় ভয় পেয়ে যান যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই রেলপুলিশকর্মীরা ছুটে যান। যাত্রীদের দেওয়া হয় খাবার ও জল৷

advertisement

উদ্ধারকাজে নামে এনডিআরএফ ও দমকল। বেশ কয়েকটি নৌকায় করে যাত্রীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।যাত্রীদের উদ্ধারে নামে নৌসেনা ও বায়ুসেনাও।আটকে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন কয়েকজন অন্তঃসত্ত্বাও। অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসকদেরও পাঠানো হয়। যাত্রীদের জন্য তৈরি রাখা হয় বাস ও টেম্পোও।মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাত্রীদের আতঙ্কিত না হতে অনুরোধ করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় সমস্ত যাত্রীকে উদ্ধার করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যাত্রীদের উদ্ধার করতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল। মহালক্ষ্মী এক্সপ্রেস থমকে যাওয়ায় ওই লাইনে পরপর আটকে যায় এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। উলহাস নদীতে জলোচ্ছ্বাসের ফলে কল্যাণ থেকে খোপোলির মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। কয়েকটি ট্রেনের পথ বদল করা হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে বাতিল করে দেওয়া হয়েছে কয়েকটি বিমান। রাতভর বৃষ্টির সিওন ও চেম্বুরের মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। মুম্বই শহরের একটি মন্দিরে জল ঢুকে গিয়েছে। জলোচ্ছ্বাসে লোনাভলাতে ভূসি বাঁধ বন্ধ করে দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারী বৃষ্টিতে রেললাইনে জল, আটকে যায় মহালক্ষ্মী এক্সপ্রেস