দ্বিতীয় সিদ্ধান্তটি হল, খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাবের ঘোষণা করা হয়েছিল। মোট চারটি কোম্পানিকে ৫ একর করে জমি দেওয়া হবে। সাইকেল ম্যানুফ্যাকচারিং পার্ক তৈরি হবে সেখানে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 'কন্যাশ্রী' প্রকল্পে পড়ুয়াদের সরকারের তরফে সাইকেল দেওয়া হয়। রাজ্যে সাইকেলের চাহিদা তুঙ্গে। তাই রাজ্যেই যাতে সাইকেল বানানো যায়, দীর্ঘদিন ধরেই সেই বিষয়ে নানা আলোচনা চলছিল, খোদ মুখ্যমন্ত্রীও এই বিষয়ে উদ্যোগ নেন। অবশেষে তা বাস্তবের পথে। রাজ্যে তৈরি হতে চলেছে সাইকেল হাব। খড়্গপুর শিল্প পার্কে চারটি সংস্থা সাইকেল কারখানা তৈরি করতে বিনিইয়োগ করতে চলেছে। ইউনিরক্স সাইকেল বিনিয়োগ করবে ১০ কোটি, কর্মসংস্থান হবে ১৫০ জনের। বিনিয়োগ করবে মিলাপ সাইকেল, লুনা টায়ারস ও ক্রিমটন ইন্ড্রাস্ট্রি। চার সাইকেল প্রস্তুতিকারী সংস্থা মোট ১১০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
advertisement
ABIR GHOSHAL