কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ৩ মে-র পরে লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের৷ বরং কেন্দ্র এখন লকডাউন শেষের পরের পরিকল্পনা করতে ব্যস্ত৷ News18-এ এক্সক্লুসিভ তথ্য বলছে, ৩ মে-র পর থেকেই দেশজুড়ে ধীরে লকডাউন তুলে নেবে কেন্দ্র৷ লকডাউন একেবারে তুলে দেওয়া হবে গ্রিন জোনে৷ তবে রেড জোন ও অরেঞ্জ জোনে লকডাউন চলবে৷ যে ভাবে কেরলে চলছে৷
advertisement
৩ মে-র পরে লকডাউন শেষে কি এগজিট প্ল্যান রয়েছে কেন্দ্রের?
১. ৩ মে-র পরেও ট্রেন ও প্লেন চালানো না-ও হতে পারে৷ যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷
২. শুধুমাত্র গ্রিন জোনগুলিতেই লকডাউন উঠে যাবে৷ রেড ও অরেঞ্জ জোনে লকডাউন চলবে৷
৩. বাড়ি থেকে বেরনোর ব্যাপারে বিধি নিষেধ শিথিল হয়ে যাবে৷ তবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা জারি থাকবে৷
৪. লকডাউন শেষ হওয়ার পরেও দিল্লি, মুম্বই, নয়ডা, ইনদওরের মতো এলাকায় নজরদারি চলবে৷ ওই এলাকাগুলিতে লকডাউন নিয়ম পালন বাধ্যতামূলক৷
৫. সূত্রের খবর, ১৫ মে-র পরে দেশে করোনা পরিস্থিতি কেমন, তার উপরে পরবর্তী রণনীতি ঠিক করবে কেন্দ্র৷