বৃহস্পতিবার আগরতলায় এক জনসভায় বক্তব্য রাখার সময় বিপ্লব বলেন, 'এমনকী ডায়না হেডেনও খেতাব পেয়েছিলেন (মিস ওয়ার্ল্ড)৷ দেখুন, আমার কথা শুনেই সকলে হাসছেন৷ ঐশ্বর্য রাই এই খেতাব জিতেছিলেন৷ উনি এই খেতাবরে জন্য উপযুক্ত৷ তিনি ভারতীয় নারী,সৌন্দর্যের প্রতীক৷ যেমন মা লক্ষ্মী, মা সরস্বতী৷ কিন্তু ডায়নাকে কোনও ভাবেই সেই পর্যায়ে ভাবা যায় না৷ উনি কি এই খেতাবের যোগ্য ছিলেন?' এদিন আন্তর্জাতিক ফ্যাশন, আন্তর্জাতিক বস্ত্রশিল্প ও কসমেটিক শিল্পের বিরুদ্ধে তোপ দেগে বিপ্লব ব্যাখ্যা দেন, ডায়নার খেতাব জয় সম্পূর্ণ বাণিজ্যিক ও বিজ্ঞাপনী কারণে৷
advertisement
বিপ্লবের মতে ভারত এখন আর সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেত পারে না তার প্রধান কারণ এই সব বিদেশি কসমেটিক সংস্থা এখন ভারতের বাজার ধরে ফেলেছে৷ প্রাচীন ভারতে মেথি জল, মুলতানি মাটির মধ্যেই ছিল ভারতীয় সৌন্দর্যের নির্যাস৷ সেই সব ভারতীয় ভেষজের আমাদের ভরসা রাখা উতিত৷ তিনি এড়িয়ে যান বর্তমান মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লরের প্রসঙ্গ৷
গত দু’সপ্তাহ ধরেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে বার বার ট্রোলড হচ্ছেন৷ কখনও মহাভারতের সময়ে পেনড্রাইভের উপস্থিতির কথা বলে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে সোশ্যাল মিডিয়ায় ‘বিজার বিপ্লব' নাম কুড়িয়েছেন তিনি৷