TRENDING:

দেশের এক কোটি লোকের জন্য মোদি সরকারের নতুন উপহার

Last Updated:

খুব শীঘ্রই সরকারের তরফ থেকে মাথার ছাদ উপহার পাবেন এক কোটি মানুষ ৷ দারিদ্রসীমার নীচে থাকা এক কোটি মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবে মোদি সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: খুব শীঘ্রই সরকারের তরফ থেকে মাথার ছাদ উপহার পাবেন এক কোটি মানুষ ৷ দারিদ্রসীমার নীচে থাকা এক কোটি মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করবে মোদি সরকার ৷ বৃহস্পতিবার কেন্দ্র ঘোষণা করে, ‘সবকো আবাস’ যোজনাতে আগামী তিন বছরের মধ্যে এক কোটি স্থায়ী বাড়ি বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার ৷
advertisement

এদিন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর লোকসভায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০ নভেম্বর আগ্রায় এই প্রকল্পের সূচনা করবেন ৷ এই প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে দারিদ্র্যসীমার নীচে থাকা এক কোটি মানুষের জন্য স্থায়ী আবাসন তৈরি করা হবে ৷ একইসঙ্গে বাড়িগুলির জন্য ১২ হাজার শৌচালয় বানানোর পরিকল্পনাও রয়েছে সরকারের ৷ এই শৌচালয়গুলি নির্মাণের জন্য MGNREGS-এর ফান্ড অথবা গ্রামীম স্বচ্ছ ভারত মিশনের অনুদানের সাহায্য নেওয়া হবে ৷

advertisement

আরও পড়ুন---- ‘‘ মানুষ কি মোদির প্লাস্টিক খাবে এবার ?? ’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

এই যোজনায় সমতলে বাড়ি তৈরির জন্য ১ লাখ ২০ হাজার এবং নকশাল অধ্যুষিত এলাকা ও পার্বত্য অঞ্চলের অধিবাসীদের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হবে ৷

advertisement

এদিন লোকসভায় সাক্ষী মহারাজের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২২ -এর মধ্যে সবার জন্য বাড়ির যে লক্ষ্য সরকার নিয়েছিল তা পূর্ণ করা হবে ৷ এর জন্য উত্তরপ্রদেশ সহ বাকি দেশে ইন্দিরা আবাস যোজনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের সঙ্গে যুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রীমন্ডল ৷

advertisement

আরও পড়ুন--- নোট বাতিলের সিদ্ধান্ত প্রয়োগে কেন্দ্রের সমালোচনায় কলকাতা হাইকোর্ট

একইসঙ্গে এই প্রজেক্টের বর্তমান রূপরেখা দিতে গিয়ে তোমর জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৩ লক্ষ বাড়ি তৈরির নির্মাণ কাজ এগিয়ে গিয়েছে ৷ একইসঙ্গে সাক্ষী মহারাজের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, শুধু উত্তরপ্রদেশেই ১২ লক্ষ বাড়ি বানাবে সরকার ৷

advertisement

মাটির বা অস্থায়ী বাড়ি রয়েছে৷ এমন প্রত্যেকেই এবার সরকারের কাছ থেকে পাকা বাড়ি পাবেন ৷ দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিই একমাত্র পাকা বাড়ির সুবিধা পেতেন । কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মাটির বাড়ি বা অস্থায়ী বাড়ি রয়েছে এমন পরিবারের বাসিন্দারাও এই সুবিধে পাবেন। তাদের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে ৷

আরও পড়ুন--- 'ভাষণ নয়, অ্যাকশন চাই ', ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা !

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সস্তায় বাড়ি পাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ৫ নভেম্বর ৷ বিনা অসুবিধায় যাতে বহু সংখ্যক মানুষ যাতে মোদির এই ফ্ল্যাগশিপ স্কিমে যোগ দিতে পারে সেটাই এর মূল উদ্দেশ্য ৷ দেশের মধ্যে দু’লাখের বেশি কমন সার্ভিস সেন্টারের প্রায় ৬০ হাজার সেন্টার শহর অঞ্চলে অবস্থিত ৷ ৩ নভেম্বর থেকে মাত্র ২৫ টাকায় অনলাইনে আবেদন করা যাচ্ছে ৷ এই বিষয়ে বুধবার HUPA মন্ত্রালয় ও ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনলজির কমন সার্ভিসেস সেন্টার ই-গভারন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু ও রবি শঙ্কর প্রসাদ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের এক কোটি লোকের জন্য মোদি সরকারের নতুন উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল