এদিন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর লোকসভায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০ নভেম্বর আগ্রায় এই প্রকল্পের সূচনা করবেন ৷ এই প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে দারিদ্র্যসীমার নীচে থাকা এক কোটি মানুষের জন্য স্থায়ী আবাসন তৈরি করা হবে ৷ একইসঙ্গে বাড়িগুলির জন্য ১২ হাজার শৌচালয় বানানোর পরিকল্পনাও রয়েছে সরকারের ৷ এই শৌচালয়গুলি নির্মাণের জন্য MGNREGS-এর ফান্ড অথবা গ্রামীম স্বচ্ছ ভারত মিশনের অনুদানের সাহায্য নেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন---- ‘‘ মানুষ কি মোদির প্লাস্টিক খাবে এবার ?? ’’ : মমতা বন্দ্যোপাধ্যায়
এই যোজনায় সমতলে বাড়ি তৈরির জন্য ১ লাখ ২০ হাজার এবং নকশাল অধ্যুষিত এলাকা ও পার্বত্য অঞ্চলের অধিবাসীদের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হবে ৷
এদিন লোকসভায় সাক্ষী মহারাজের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২২ -এর মধ্যে সবার জন্য বাড়ির যে লক্ষ্য সরকার নিয়েছিল তা পূর্ণ করা হবে ৷ এর জন্য উত্তরপ্রদেশ সহ বাকি দেশে ইন্দিরা আবাস যোজনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের সঙ্গে যুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রীমন্ডল ৷
আরও পড়ুন--- নোট বাতিলের সিদ্ধান্ত প্রয়োগে কেন্দ্রের সমালোচনায় কলকাতা হাইকোর্ট
একইসঙ্গে এই প্রজেক্টের বর্তমান রূপরেখা দিতে গিয়ে তোমর জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৩ লক্ষ বাড়ি তৈরির নির্মাণ কাজ এগিয়ে গিয়েছে ৷ একইসঙ্গে সাক্ষী মহারাজের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, শুধু উত্তরপ্রদেশেই ১২ লক্ষ বাড়ি বানাবে সরকার ৷
মাটির বা অস্থায়ী বাড়ি রয়েছে৷ এমন প্রত্যেকেই এবার সরকারের কাছ থেকে পাকা বাড়ি পাবেন ৷ দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিই একমাত্র পাকা বাড়ির সুবিধা পেতেন । কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মাটির বাড়ি বা অস্থায়ী বাড়ি রয়েছে এমন পরিবারের বাসিন্দারাও এই সুবিধে পাবেন। তাদের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে ৷
আরও পড়ুন--- 'ভাষণ নয়, অ্যাকশন চাই ', ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা !
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সস্তায় বাড়ি পাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ৫ নভেম্বর ৷ বিনা অসুবিধায় যাতে বহু সংখ্যক মানুষ যাতে মোদির এই ফ্ল্যাগশিপ স্কিমে যোগ দিতে পারে সেটাই এর মূল উদ্দেশ্য ৷ দেশের মধ্যে দু’লাখের বেশি কমন সার্ভিস সেন্টারের প্রায় ৬০ হাজার সেন্টার শহর অঞ্চলে অবস্থিত ৷ ৩ নভেম্বর থেকে মাত্র ২৫ টাকায় অনলাইনে আবেদন করা যাচ্ছে ৷ এই বিষয়ে বুধবার HUPA মন্ত্রালয় ও ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনলজির কমন সার্ভিসেস সেন্টার ই-গভারন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু ও রবি শঙ্কর প্রসাদ ৷