দুর্ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছে যান কর্মকর্তারা। বোলেরো থেকে ১০ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর নিয়েছেন। নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।
advertisement
আরও পড়ুনঃ শিশুর স্নানের জলে দূর্বা, হলুদ দেওয়া হয় কেন? ডাক্তারবাবুর উত্তর অবাক করবে আপনাকে
এদিকে, একই সময়ে বস্তিতে একটি বড় দুর্ঘটনাও ঘটে। ফিরোজাবাদে স্লিপার বাসে আগুন লেগে যায়। বস্তির পাকওয়ালিয়া থানা এলাকার গৌড় বাভনান সড়কে দ্রুতগামী একটি গাড়ি পেছন থেকে একটি ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ফিরোজাবাদের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগে যায়। আগুনে এক যাত্রী জীবন্ত দগ্ধ হন।
জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ মাতসেনা থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে রাজস্থানের নাগৌরগামী একটি স্লিপার বাসে হঠাৎ আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন। আগুনে পুড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বাকি সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম পবন শর্মা (৩৪), তিনি রাজস্থানের নাগৌরের বাসিন্দা।