Child Health Care: শিশুর স্নানের জলে দূর্বা, হলুদ দেওয়া হয় কেন? ডাক্তারবাবুর উত্তর অবাক করবে আপনাকে

Last Updated:
Child Health Care: শিশুর স্নানের জলের দূর্বা ও হলুদ দেওয়া হয় এর কারণ কি জানেন, অভিজ্ঞ ডাক্তার বাবু জানাচ্ছেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা, দূর্বা ও হলুদের রয়েছে আলাদা আলাদা উপকারিতা...
1/5
*শিশুদের স্নান করানোর জলের পাত্রে রোদ্দুরে হলুদ-দূর্বা দেওয়া হয় কেন, আসল কারন জানেন? এই নিয়ে অনেকেরই প্রশ্ন জাগে মনে! বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে নাকি, পুরনো রীতি মেনে এই নিয়ম।
*শিশুদের স্নান করানোর জলের পাত্রে রোদ্দুরে হলুদ-দূর্বা দেওয়া হয় কেন, আসল কারন জানেন? এই নিয়ে অনেকেরই প্রশ্ন জাগে মনে! বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে নাকি, পুরনো রীতি মেনে এই নিয়ম।
advertisement
2/5
*গ্রামাঞ্চলে এই বর্তমান সময়েও খোঁজ করলে দেখা যাবে সদ্যজাত শিশু থেকে বেশ কয়েক মাস শিশুর স্নান করার বেশ কিছুক্ষণ আগে রোদ্দুরে জল দেওয়া হয় একটি পাত্রে। সেই জলে লক্ষ্য করলে দেখা যাবে সেই পাত্রে কয়েকটা দূর্বা গাছ ও দু-একখানা হলুদের টুকরো দেওয়া হয়।
*গ্রামাঞ্চলে এই বর্তমান সময়েও খোঁজ করলে দেখা যাবে সদ্যজাত শিশু থেকে বেশ কয়েক মাস শিশুর স্নান করার বেশ কিছুক্ষণ আগে রোদ্দুরে জল দেওয়া হয় একটি পাত্রে। সেই জলে লক্ষ্য করলে দেখা যাবে সেই পাত্রে কয়েকটা দূর্বা গাছ ও দু-একখানা হলুদের টুকরো দেওয়া হয়।
advertisement
3/5
*বহু পরিবারে এই চল বংশ-পরম্পরায়। হয়ত আপনিও ব্যবহার করছেন এই জিনিস। স্নানের জলে এই দূর্বা হলুদ দেওয়ার কারণ জানেন না। জেনে নিন এর আসল কারণ।
*বহু পরিবারে এই চল বংশ-পরম্পরায়। হয়ত আপনিও ব্যবহার করছেন এই জিনিস। স্নানের জলে এই দূর্বা হলুদ দেওয়ার কারণ জানেন না। জেনে নিন এর আসল কারণ।
advertisement
4/5
*পরিবেশে অক্সিজেন সরবরাহে প্রায় ৩০ শতাংশ করে তৃণ জাতীয় উদ্ভিদ। সেই দিক থেকে অনেক গুণী দূর্বা ঘাস। এই ঘাস কেটে যাওয়া স্থানে রক্ত বন্ধ করতে দারুন কার্যকারি। এছাড়াও রয়েছে এর বহুগুণ।
*পরিবেশে অক্সিজেন সরবরাহে প্রায় ৩০ শতাংশ করে তৃণ জাতীয় উদ্ভিদ। সেই দিক থেকে অনেক গুণী দূর্বা ঘাস। এই ঘাস কেটে যাওয়া স্থানে রক্ত বন্ধ করতে দারুন কার্যকারি। এছাড়াও রয়েছে এর বহুগুণ।
advertisement
5/5
*চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, অক্সিজেন সরবরাহের পাশাপাশি সূর্যের তাপ শোষণ করতে দারুন কার্যকর এই দূর্বা। তাই শিশুদের স্নানের জলের পাত্রে কয়েকটা দূর্বা গাছ করা হয়। সূর্যের তাপ এবং শক্তি দূর্বা সংগ্রহ করে স্নানের জলে মিশিয়ে দিতে পারে। যে কারণে স্নানের জলে দূর্বার ব্যবহার। অন্যদিকে হলুদের টুকরো ব্যবহার করা হয় জলের পোকামাকড় বা জীবাণু ধ্বংস করতে।
*চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, অক্সিজেন সরবরাহের পাশাপাশি সূর্যের তাপ শোষণ করতে দারুন কার্যকর এই দূর্বা। তাই শিশুদের স্নানের জলের পাত্রে কয়েকটা দূর্বা গাছ করা হয়। সূর্যের তাপ এবং শক্তি দূর্বা সংগ্রহ করে স্নানের জলে মিশিয়ে দিতে পারে। যে কারণে স্নানের জলে দূর্বার ব্যবহার। অন্যদিকে হলুদের টুকরো ব্যবহার করা হয় জলের পোকামাকড় বা জীবাণু ধ্বংস করতে।
advertisement
advertisement
advertisement