Child Health Care: শিশুর স্নানের জলে দূর্বা, হলুদ দেওয়া হয় কেন? ডাক্তারবাবুর উত্তর অবাক করবে আপনাকে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Child Health Care: শিশুর স্নানের জলের দূর্বা ও হলুদ দেওয়া হয় এর কারণ কি জানেন, অভিজ্ঞ ডাক্তার বাবু জানাচ্ছেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা, দূর্বা ও হলুদের রয়েছে আলাদা আলাদা উপকারিতা...
advertisement
advertisement
advertisement
advertisement
*চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, অক্সিজেন সরবরাহের পাশাপাশি সূর্যের তাপ শোষণ করতে দারুন কার্যকর এই দূর্বা। তাই শিশুদের স্নানের জলের পাত্রে কয়েকটা দূর্বা গাছ করা হয়। সূর্যের তাপ এবং শক্তি দূর্বা সংগ্রহ করে স্নানের জলে মিশিয়ে দিতে পারে। যে কারণে স্নানের জলে দূর্বার ব্যবহার। অন্যদিকে হলুদের টুকরো ব্যবহার করা হয় জলের পোকামাকড় বা জীবাণু ধ্বংস করতে।