আরও পড়ুনঃ ক্রিকেট খেলতে নেমেছিল ৫২ বছরের ব্যক্তি, বলের আঘাতে নিমেষে সব শেষ মাঠেই!
দম্পতি দেওরিয়ায় একটি অর্কেস্ট্রায় কাজ করেছিলেন, সেখানেই তাঁদের দেখা। এবং সেখান থেকেই শুরু তাঁদের প্রেমের সম্পর্ক। জয়শ্রী এবং রাখিকে প্রথমে তাঁদের বিয়ের জন্য একটি নোটারি করা হলফনামা জমা দিতে হয়েছিল। তারপরে সোমবার দেওরিয়ার ভাগাড়া ভবানী মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মুন্না পাল, যাঁর অর্কেস্ট্রায় দুই মহিলা একসঙ্গে কাজ করেন।
advertisement
কিছুদিন আগে দীর্গেশ্বরানাথ মন্দিরে এই দম্পতি তাঁদের বিয়ের জন্য আবেদন জানালেও, তা খারিজ হয়। সেই মন্দিরের মহান্ত জগন্নাথ মহারাজ কর্তৃপক্ষের অনুমতি নেই বলে এই মন্দিরে বিয়েতে সায় দেয়নি। ফলে এই সমকামী জুটিকে খুঁজতে হয়েছে অন্য রাস্তা। তারপর, নোটারাইজড হলফনামা জমা করেই তাঁরা বিয়ের পথে হাঁটেন। বিয়ের পর তাঁরা তাঁদের কঠিন পথচলার কথা জানেন। কত বাধা পেড়িয়েছে এই পরিণতি পেতে তাও তাঁরা একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।