আরও পড়ুন: বাড়ছে বিক্ষোভ, এবার অগ্নিপথ নিয়ে মামলা দায়ের সুপ্রিম কোর্টে
রাহুল গান্ধিও ট্যুইটারে লেখেন, "আট বছর ধরে বার বার বিজেপি সরকার জয় জওয়ান, জয় কিষানের মূল্যবোধকে অপমান করেছে৷ আমি অনেক আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রীজি-কে কৃষি আইন প্রত্যাহার করতে হবে৷' অগ্নিপথ প্রকল্পে যাঁরা যোগ দেবেন তাঁদেরকে অগ্নিবীর তকমা দেবে কেন্দ্র৷ কটাক্ষের সুরে রাহুল গান্ধি ট্যুইটারে লিখেছেন, 'কৃষি আইনের মতো ঠিক একই ভাবে প্রধানমন্ত্রীকে 'মাফিবীর' হয়ে দেশের যুবসমাজের কথা মানতে হবে এবং অগ্নিপথ ফেরত নিতে হবে৷"
advertisement
গতকালের পর ফের বৈঠক ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী্য রাজনাথ সিং৷ গতকাল একপ্রস্থ বৈঠক করেছেন তিনি৷ সেখানে ১০ শতাংশ সংরক্ষণের কথা জানিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থাতেও কর্মীদের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ থাকবে বলে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধানরা৷ আজকের বৈঠক আবারও পর্যালোচনা বৈঠক৷