TRENDING:

এডইস আক্রান্তকে হেনস্থা করলে লাখ টাকার জরিমানা, ১ বছর জেল পর্যন্ত হতে পারে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার থেকে HIV/AIDS আক্রান্ত ব্যক্তিকে হেনস্থা করলে, লাখ টাকার জরিমানা ও ১ বছরের জেল পর্যন্ত হতে পারে ৷ দ্রূত কার্যকর হতে চলেছে এই নিয়ম ৷ HIV/AIDS Act 2017-তে সোমবারই পড়েছে সিলমোহর ৷ সমাজে এইচআইভি আক্রান্তদের প্রতি যে বৈষম্য করা হয়, এই অ্যাক্টের মাধ্যমে তা বন্ধের চেষ্টাই করছে সরকার ৷
advertisement

এইচআইভি আক্রান্ত মানুষ যাতে সঠিক চিকিৎসার বা শিক্ষার সুযোগ পান তার জন্যই এই নিয়মগুলো তৈরি হয়েছে ৷ সামাজিক কোন সুযোগ সুবিধা থেকে  শুধুমাত্র রোগের কারণে এইচআইভি আক্রান্তরা যাতে বঞ্চিত না হন, তার জন্যেই এই উদ্যোগ ৷ এছাড়াও চাকরি বা শিক্ষাক্ষেত্রে যোগদানের আগে এইচআইভি টেস্ট করার নিয়মও কোনভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে এই বিশেষ অ্যাক্টে ৷

advertisement

আরও পড়ুন কাকভোরে গুলির লড়াই কাশ্মীরে! খতম ২ লস্কর জঙ্গি

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

কেউ এইচআইভির শিকার হলে, তার সম্মতি ছাড়া এই তথ্য প্রকাশ করা যাবে না ৷ আক্রান্তের বয়স যদি ১৮-র নীচে হয়, তাহলে তাদের ক্ষেত্রে বাড়তি কিছু সুরক্ষাবলির কথা উল্লেখ করা হয়েছে HIV/AIDS Act 2017-এ ৷ স্বাভাবিক নিয়মেই অন্যদের সঙ্গে এক ঘরে থাকতে পারবে তারা ৷ এক থালায় খেতে পারবে বাঁকা চোখের চাউনি এড়িয়েই  ৷ কারণ তাদের প্রতি অনিয়ম হলেই মোটা টাকার জরিমানা এবং জেলও হতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এডইস আক্রান্তকে হেনস্থা করলে লাখ টাকার জরিমানা, ১ বছর জেল পর্যন্ত হতে পারে