এইচআইভি আক্রান্ত মানুষ যাতে সঠিক চিকিৎসার বা শিক্ষার সুযোগ পান তার জন্যই এই নিয়মগুলো তৈরি হয়েছে ৷ সামাজিক কোন সুযোগ সুবিধা থেকে শুধুমাত্র রোগের কারণে এইচআইভি আক্রান্তরা যাতে বঞ্চিত না হন, তার জন্যেই এই উদ্যোগ ৷ এছাড়াও চাকরি বা শিক্ষাক্ষেত্রে যোগদানের আগে এইচআইভি টেস্ট করার নিয়মও কোনভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে এই বিশেষ অ্যাক্টে ৷
advertisement
আরও পড়ুন কাকভোরে গুলির লড়াই কাশ্মীরে! খতম ২ লস্কর জঙ্গি
কেউ এইচআইভির শিকার হলে, তার সম্মতি ছাড়া এই তথ্য প্রকাশ করা যাবে না ৷ আক্রান্তের বয়স যদি ১৮-র নীচে হয়, তাহলে তাদের ক্ষেত্রে বাড়তি কিছু সুরক্ষাবলির কথা উল্লেখ করা হয়েছে HIV/AIDS Act 2017-এ ৷ স্বাভাবিক নিয়মেই অন্যদের সঙ্গে এক ঘরে থাকতে পারবে তারা ৷ এক থালায় খেতে পারবে বাঁকা চোখের চাউনি এড়িয়েই ৷ কারণ তাদের প্রতি অনিয়ম হলেই মোটা টাকার জরিমানা এবং জেলও হতে পারে ৷