TRENDING:

Himachal Pradesh Orphan Child: ঘুমের মধ্যেই অনাথ, হড়পা বানে ভেসে গেল বাবা-মা! দশ মাসের নিকিতার ভার নিল কে?

Last Updated:

এক রাতের মধ্যে বাবা-মা এবং ঠাকুমাকে হারানো ছোট্ট নিকিতাকে আশ্রয় দেয় প্রেম সিং নামে তার এক প্রতিবেশী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আচমকা হড়পা বানে ভেসে গিয়েছেন বাবা-মা৷ মৃত্যু হয়েছে ঠাকুমারও৷ হিমাচল প্রদেশের মান্ডির হড়পা বানে অনাথ হয়ে গিয়েছে দশ মাস বয়সি নিতিকা৷ সেই শিশুকন্যারই যাবতীয় দায়িত্ব নিল হিমাচল প্রদেশ সরকার৷ ওই শিশুকন্যাকে বড় করা, ভবিষ্যতে তার পড়াশোনা থেকে শুরু করে অন্য সব দায়িত্বই নেবে রাজ্য সরকার৷
দশ মাসের শিশুকন্যা নিকিতা৷
দশ মাসের শিশুকন্যা নিকিতা৷
advertisement

নিতিকা হিমাচল প্রদেশের মান্ডির তালওয়ারার বাসিন্দা৷ ৩০ জুন রাতে বন্যার জল আটকাতে বাড়ির বাইরে যান নিতিকার বাবা ৩১ বছর বয়সি রমেশ৷ তাঁর পিছন রমেশের স্ত্রী রাধা দেবী (২৪) এবং মা পুর্ণুদেবীও (৫৪) রমেশের পিছন পিছন যান৷ কিন্তু তিনজনের কেউই ফিরে আসেননি৷ রমেশের দেহ পাওয়া গেলেও তাঁর স্ত্রী এবং মা এখনও নিখোঁজ৷

advertisement

এক রাতের মধ্যে বাবা-মা এবং ঠাকুমাকে হারানো ছোট্ট নিকিতাকে আশ্রয় দেয় প্রেম সিং নামে তার এক প্রতিবেশী৷ ওই ব্যক্তিই বলওয়ান্ত নামে নিকিতার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন৷ হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন বলওয়ান্ত৷

বর্তমানে নিজের এক আত্মীয়ের বাড়িতেই রয়েছে নিকিতা৷ যদিও হিমাচল প্রদেশ সরকারের প্রকল্প সুখ-আশ্রয় যোজনার অধীনে নিকিতার যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য৷ ২০২৩ সালে অনাথ শিশুদের জন্য এই প্রকল্প চালু হয়৷ এই প্রকল্পের অধীনে অনাথ শিশুদের খাবার, জামাকাপড়, শিক্ষা, থাকার জায়গার ব্যবস্থা করার পাশাপাশি উচ্চশিক্ষা অথবা ব্যবসা শুরু করতেও সাহায্য করে রাজ্য সরকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে
আরও দেখুন

হিমাচল প্রদেশের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি সংবাদসংস্থা পিটিআই জানিয়েছেন, ‘নিকিতা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অফিসার- যাই হতে চায় না কেন, ওর কোনও কিছুরই অভাব হবে না৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Orphan Child: ঘুমের মধ্যেই অনাথ, হড়পা বানে ভেসে গেল বাবা-মা! দশ মাসের নিকিতার ভার নিল কে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল