TRENDING:

এত ইলিশ যাচ্ছে কোথায়? সাতসকালে বাজারে গিয়ে অবাক সবাই, বিরাট চমক

Last Updated:

Hilsha fish: এত ইলিশের খবর। অথচ বাজারে ইলিশ কোথায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। দিঘা, ডায়মন্ড হারবারে ফিরছে ইলিশ ভর্তি ট্রলার। অথচ বর্ধমানের বাজারে সেই ইলিশের দাম কমার তেমন কোনও লক্ষণ নেই। ফলে বর্ষার ভরা মরশুমে বাজারে ইলিশ কিনতে গিয়ে আশাহত হচ্ছেন বাসিন্দাদের অনেকেই।
advertisement

নিয়মরক্ষার মতো ইলিশ কিনে বাড়ি ফিরছেন তাঁরা। অনেকে আবার দাম শুনে ইলিশের বদলে অন্য মাছ কিনে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। বর্ধমান শহরের নীলপুর বাজার, তেঁতুলতলা বাজার, রানীগঞ্জ বাজার, কালনা গেট বাজার এবং স্টেশন বাজারে এবার ইলিশের আমদানি ভালই।

আরও পড়ুন- সকাল-সন্ধে টোটো চালিয়ে রোজগার স্কুলছাত্রীর, জীবনের এমন কষ্ট শুনলে চোখ ভিজে যাবে!

advertisement

ছোট থেকে বড় সব ধরনের ইলিশ রয়েছে এখানে। কিন্তু সেই ইলিশ দাম আকাশ ছোঁয়া। আর তাতেই আশাহত হচ্ছেন ইলিশ প্রিয় বাঙালি। বর্ধমানের এই বাজারগুলির ওপর শুধু এই জেলার বাসিন্দারা নন, পাশের হুগলির আরামবাগ মহকুমা, বাঁকুড়া জেলার একটা বড় অংশে ইলিশ যায় এখানের পাইকারি বাজার থেকে।

ক্রেতারা বলছেন, টিভিতে, খবরের কাগজে দেখা যাচ্ছে এবার ইলিশের প্রচুর আমদানি। কিন্তু তার দাম কমার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমদানি বেশি হলে দাম কম হওয়ার কথা। কিন্তু তেমনটি ঘটছে না এবার।

advertisement

পকেটের কথা মাথায় রেখে অনেককেই ইলিশের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। বর্ধমানের স্টেশন বাজার ঘুরে দেখা গেল, তিনশো সাড়ে তিনশো গ্রাম ইলিশের দাম সাতশো টাকা। এরপর যেমন ওজন তেমন দাম।

পাঁচশো ওজনের ইলিশের দাম আটশো টাকা কেজি। এক কেজি ওজনের ইলিশের দাম হাজার বারোশো টাকা দাবি করা হচ্ছে। এই দাম শুনে ইলিশ কেনার ইচ্ছে ত্যাগ করতে বাধ্য হচ্ছেন মধ্যবিত্ত ক্রেতারা।

advertisement

স্থানীয় বিক্রেতাদের দাবি, সমুদ্রে ইলিশ মিলছে ঠিকই, তবে তার যোগান বিপুল চাহিদার থেকে অবশ্যই কম। তাই চড়া দামেই ইলিশ কিনতে হচ্ছে। সেই জন্যই বাজারে ইলিশের দাম কমছে না।

আরও পড়ুন- জেলায়-জেলায় মারাত্মক হচ্ছে ডেঙ্গি, কী করে প্রতিরোধ করবেন? উপায় জানাচ্ছেন চিকিৎসক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শোনা গেল, অনেক ব্যবসায়ী ভাল মানের ইলিশ হিমঘরে মজুত করছেন। পুজোর সময় সেইসব ইলিশ বাজারে আসবে। কৃত্রিম অভাবের কারণেও দাম বাড়ছে ইলিশের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এত ইলিশ যাচ্ছে কোথায়? সাতসকালে বাজারে গিয়ে অবাক সবাই, বিরাট চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল