এদিকে এদিনই কর্ণাটকের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ডিজিপি এবং আইন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। শীঘ্রই কর্ণাটক সরকার স্কুল-কলেজ খুলে দিতে চাইছে।
এর আগে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই রাজ্যবাসীর কাছে আর্জি করে বলেন, ''আমরা কর্নাটক হাইকোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছি। আমি শিক্ষার্থীদের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমি স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে ছাত্রদের সঙ্গে কোন সংঘর্ষ না হয়। উস্কানিমূলক বিবৃতি না দেওয়ার জন্য বাইরে থেকে সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করছি।''
advertisement
আরও পড়ুন: কবে থেকে খুলবে ছোটদের স্কুল? আশা জাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন...
কর্ণাটক হাইকোর্টে উডুপি ছাত্রীদের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগডে এদিন আদালতে বলেন, “অনুচ্ছেদ ২৫ দুটি অধিকার আমাদের প্রদান করে। একটি হল ন্যায়নীতির স্বাধীনতা। দ্বিতীয়ত ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা। সুপ্রিম কোর্ট বলেছে যে ২৫ নম্বর অনুচ্ছেদের অধীনে শুধুমাত্র অপরিহার্য ধর্মীয় অনুশীলনগুলি সুরক্ষিত রয়েছে। সাংবিধানিক অধিকারগুলি রাজনীতিবিদদের বিচারের উপর ছেড়ে দেওয়া যাবে না। তা সে তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক বা তারা নির্বাচিত বা অনির্বাচিত হোক।"
আরও পড়ুন: ১০-১৫ টাকায় ওটিপি বিক্রি! খুব সাবধান, কলকাতায় প্রতারণার নয়া জাল!
এদিকে, দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী কিছু শক্তির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মাদ্রাজ হাইকোর্ট বৃহস্পতিবার বিস্ময় প্রকাশ করেছে।