চলতি মাসের দু’তারিখ রাতে সেনার পোশাক পরে পাঠানকোট এয়ারবেসে ঢুকেছিল ৬ পাক জঙ্গি। হামলার পরপরই সাধারণ মানুষকে সেনার জলপাই পোশাক ব্যবহার করতে নিষেধ করে দেয় সেনাবাহিনী। যার জেরে পঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে খোলাবাজারে বন্ধ হয়ে যায় সেনার পোশাক বিক্রি। কিন্তু, পাঠানকোটকাণ্ডের জেরে মানুষের মধ্যেই জলপাই পোশাক নিয়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। মঙ্গলবার যার উদাহরণ মিলল পঞ্জাবের ফিরোজপুরে। সূত্রের খবর, এদিন ফিরোজপুর ক্যান্টনমেন্টে লাগোয়া একটি স্কুলের কাছে টেলিফোনের তার পরীক্ষা করছিলেন ২ সেনাকর্মী। সেনাপোশাকে দু'জনকে দেখে সন্দেহ হয় এক স্কুলকর্মীর। তিনি পুলিশে খবর দিলে তড়িঘড়ি ক্যান্টনমেন্টে হাই অ্যালার্ট জারি করে সেনাবাহিনী। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ভুল ভাঙে। জানা যায়, ২ সন্দেহভাজন আসলে সেনারই কর্মী। এরপরই তুলে নেওয়া হয় অ্যালার্ট ৷ যাঁদের দেখে দেশবাসীর সবচেয়ে বেশি আশ্বস্ত হওয়ার কথা, পাঠানকোট কাণ্ডের জেরে এখন তাঁদের দেখেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
advertisement