মুম্বইতে শনিবার রাত থেকে মুষলাধারে বৃষ্টি (Mumbai Rains) চলছে৷ এরফলে হনুমান নগর থেকে কান্দিভালি অবধি এলাকা জলের তলায় চলে গেছে৷ বৃষ্টির কারণে মানুষজনের বাড়ির ভিতর জল ঢুকে গেছে৷ মুম্বই এবং তার পার্শ্ববর্তী এলাকায় রাস্তা পুরোপুরি জলের নিচে৷ গান্ধি মার্কেট এলাকা জলের নিচে চলে যাওয়ায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল অবধি করতে পারছে না৷ মুম্বইয়ের সিয়ানে রেলওয়ে স্টেশনের রেলওয়ে ট্র্যাক পুরোপুরি জলে ভরে গেছে৷
advertisement
মহারাষ্ট্রের চেম্বুরে ভূমিস্খলনের জেরে একটি দেওয়াল ভেঙে পড়ে বিভিন্ন ঝুপড়ি চাপা পড়ে গেছেষ এনডিআরএফ জানিয়েছে ভূমিস্খলনের জেরে ভারতনগরএলাকায় বেশ কিছু ঝুপড়ি চাপা পড়ে যাওয়ার কারণে এখনও অবধি ১১ জনের মৃত্যু হয়েছে৷ উদ্ধারকার্য এবং ত্রাণ জারি রয়েছে৷
আজ সারাদিনই মুম্বইতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সিয়োন এলাকায় মূল রাস্তায় এক কোমর অবধি জল জমে রয়েছে৷ বৃষ্টির জেরে সাধারণ মানুষের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এরমধ্যে মৌসম বিভাগের সতর্কবার্তায় আরও ভয়ে প্রহর গুনছেন মানুষজন৷ শনিবারের মতো যদি রবিবারও সারাদিন এইভাবে বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে৷
মুম্বইতে লাগাতার বৃষ্টির জেরের সায়ন রেলওয়ে স্টেশন পুরোপুরি জলের তলায়৷ এছাড়াও চুনাভট্টি রেলওয়ে স্টেশনের কাছেও ট্র্যাকে জল দাঁড়িয়ে গেছে৷ ফলে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে৷ মধ্য রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন পূর্ব মুম্বইয়ের কুর্লা স্টেশনের কাছে রেলওয়ে ট্র্যাকে জল জমে রয়েছে৷ এরফলে ছত্রপতি শিবাজি মহারাজ বাস টার্মিনাস থেকে কুর্লা অবধি এবং সিএসএমটি -বাশি-পনবেল লাইনে সকাল থেকে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে৷