TRENDING:

Heavy rain: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাংশ, তেলেঙ্গনা-অন্ধ্রপ্রদেশে মৃত ২০, বাতিল ১৪০ ট্রেন , এখনই কাটছে না দুর্যোগ

Last Updated:

ভারী বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ভারতের দুই রাজ্য। তেলেঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশে টানা দুইদিন বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যে এই ভারী বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে রেল পরিসেবা। যান চলাচল হচ্ছে শ্লথ গতিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারী বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ভারতের দুই রাজ্য। তেলেঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশে টানা দুইদিন বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যে এই ভারী বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে রেল পরিসেবা। যান চলাচল হচ্ছে শ্লথ গতিতে।
বৃষ্টিতে বিপর্যস্ত দুই রাজ্য। ছবি- এক্স
বৃষ্টিতে বিপর্যস্ত দুই রাজ্য। ছবি- এক্স
advertisement

দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২রা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মোট ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইনে জল জমে যাওয়ার জন্যেই এই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফ থেকে। এছাড়াও দুই রাজ্যে একাধিক জায়গায় রেললাইনে জল জমে থাকার দরুন পয়লা সেপ্টেম্বর, রবিবার রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত মোট ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ৯৭টি ট্রেন ঘুরপথে চালানোর কথা বলা হয়েছে।

advertisement

ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নদী পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছেন।

advertisement

আরও পড়ুন: প্রবল বৃষ্টিপাতে দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলার,তেলেঙ্গানায় জারি ‘কমলা’ সতর্কতা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুই রাজ্যের উপর নিম্নচাপ বিস্তৃত থাকার দরুন দুই রাজ্য জুড়েই বন্যার ন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত বহু মানুষ বিভিন্ন এলাকায় আটকে আছেন। শহরের বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। অনেক গাড়ি জলে ডুবে রাস্তাতেই থমকে গেছে। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ হায়দরাবাদের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন। ঘটনায় চিন্তিত কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। যেকোনো সাহায্যের জন্য কেন্দ্র প্রস্তুত বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Heavy rain: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাংশ, তেলেঙ্গনা-অন্ধ্রপ্রদেশে মৃত ২০, বাতিল ১৪০ ট্রেন , এখনই কাটছে না দুর্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল