প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী দিল্লিতে গরমের বলি হয়েছেন বিহারের দ্বারভাঙার বাসিন্দা বছর চল্লিশের এক যুবক। রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে বুধবার তিনি মারা যান। মৃত্যুর কারণ হিটস্ট্রোক। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি যে ঘরে থাকতেন, সেখানে পাখা বা কুলার কিছুই ছিল না। ওই যুবকের শরীরের তাপমাত্রা একটা সময় ১০৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। যা স্বাভাবিকের থেকে অন্তত ১০ ডিগ্রি বেশি।
advertisement
আরও পড়ুন: পাল্টে গেল বেশভূষা, ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি! ১ জুন সন্ধ্যা পর্যন্ত কী ঘটতে চলেছে?
সবচেয়ে খারাপ অবস্থা বোধহয় বিহারের ঔরঙ্গাবাদেই। জানা গিয়েছে, বৃহস্পতিবার ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন ঔরঙ্গাবাদের এক হাসপাতালে। সকলেই গরমের প্রকোপে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যেই ১৬ জনের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে আগামী ৮ জুন পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এদিকে, দিল্লির স্কুলে গরমের ছুটি ৩০ জুন অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। বয়স্ক এবং শিশুদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।